ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১১ পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) বদলি করা হয়েছে। আজ বুধবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বদলি করা হয়েছে। একই থানার বর্তমান ওসি কাজী আবুল কালামকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিঝিল বিভাগে, শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলমকে যাত্রাবাড়ি থানা, ডিএমপি সদর দপ্তরের পিআর অ্যান্ড এইচআরডি বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. নজরুল ইসলামকে শ্যামপুর থানায়, সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহীনুর রহমানকে কোতোয়ালি থানায় বদলি করা হয়েছে। একই থানার বর্তমান ওসি মো. মিজানুর রহমানকে মতিঝিল থানার ওসি করা হয়েছে।
এ ছাড়া একই আদেশে মতিঝিল থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত খানকে ডিএমপির অপরাধ বিভাগে, বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েরকে ডিএমপির অপারেশনাল বিভাগে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিঝিল বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মজিবুর রহমানকে বংশাল থানায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার স্পেশাল ক্রাইম বিভাগের (দক্ষিণ) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আজহারুল ইসলামকে যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), গেন্ডারিয়া থানার পরিদর্শক (অপারেশন) প্রেমদাস রায়কে হাজারীবাগ থানার পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।