হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ী থানার ওসিসহ ১১ পরিদর্শকের বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১১ পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) বদলি করা হয়েছে। আজ বুধবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বদলি করা হয়েছে। একই থানার বর্তমান ওসি কাজী আবুল কালামকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিঝিল বিভাগে, শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলমকে যাত্রাবাড়ি থানা, ডিএমপি সদর দপ্তরের পিআর অ্যান্ড এইচআরডি বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. নজরুল ইসলামকে শ্যামপুর থানায়, সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহীনুর রহমানকে কোতোয়ালি থানায় বদলি করা হয়েছে। একই থানার বর্তমান ওসি মো. মিজানুর রহমানকে মতিঝিল থানার ওসি করা হয়েছে।

এ ছাড়া একই আদেশে মতিঝিল থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত খানকে ডিএমপির অপরাধ বিভাগে, বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েরকে ডিএমপির অপারেশনাল বিভাগে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিঝিল বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মজিবুর রহমানকে বংশাল থানায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার স্পেশাল ক্রাইম বিভাগের (দক্ষিণ) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আজহারুল ইসলামকে যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), গেন্ডারিয়া থানার পরিদর্শক (অপারেশন) প্রেমদাস রায়কে হাজারীবাগ থানার পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান