হোম > সারা দেশ > ঢাকা

বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতায় গুলিবিদ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় জিগাতলায় গুলিবিদ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁর নাম রিয়াজ (২৩)। 

আজ শনিবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তাঁর মৃত্যু হয়। 

নিহত রিয়াজের ভাই রেজাউল করিম জানান, তাঁদের বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। বাবার নাম মাহমুদুল হক। রিয়াজ বরিশাল মুলাদি সরকারি ডিগ্রি কলেজে ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিল। ঢাকায় হাজারীবাগ সেকশন এলাকায় খালা তন্নি আক্তারের বাসায় থাকতেন। নিউমার্কেট এলাকায় তৈরি পোশাকের দোকানে চাকরি করতেন।

রেজাউল করিম বলেন, রিয়াজ গ্রামের কলেজে শুধু পরীক্ষার সময় আসতরন। পরীক্ষা দিয়ে ঢাকায় চলে যেতরন। ঢাকায় সেকশনে খালার বাসায় তিন-চার বছর ধরে থাকতেন এবং দোকানে চাকরি করতেন। ৪ আগস্ট দুপুরে জিগাতলা এলাকায় আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় অন্য শিক্ষার্থীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই শিক্ষার্থী মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট