হোম > সারা দেশ > ঢাকা

বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতায় গুলিবিদ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় জিগাতলায় গুলিবিদ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁর নাম রিয়াজ (২৩)। 

আজ শনিবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তাঁর মৃত্যু হয়। 

নিহত রিয়াজের ভাই রেজাউল করিম জানান, তাঁদের বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। বাবার নাম মাহমুদুল হক। রিয়াজ বরিশাল মুলাদি সরকারি ডিগ্রি কলেজে ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিল। ঢাকায় হাজারীবাগ সেকশন এলাকায় খালা তন্নি আক্তারের বাসায় থাকতেন। নিউমার্কেট এলাকায় তৈরি পোশাকের দোকানে চাকরি করতেন।

রেজাউল করিম বলেন, রিয়াজ গ্রামের কলেজে শুধু পরীক্ষার সময় আসতরন। পরীক্ষা দিয়ে ঢাকায় চলে যেতরন। ঢাকায় সেকশনে খালার বাসায় তিন-চার বছর ধরে থাকতেন এবং দোকানে চাকরি করতেন। ৪ আগস্ট দুপুরে জিগাতলা এলাকায় আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় অন্য শিক্ষার্থীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই শিক্ষার্থী মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির