হোম > সারা দেশ > ঢাকা

নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দোহার (ঢাকা) প্রতিনিধি

নানার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে রাফিয়া ইসলাম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের নারিশা খালপাড় এলাকায় এই ঘটনা ঘটে। 

পানিতে ডুবে রাফিয়ার মৃত্যু হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসীমউদ্দিন। তিনি বলেন, ‘বাচ্চা মেয়েটি আমাদের এখানে আনার আগেই মারা গেছে।’ 

রাফিয়ার বাবার নাম রফিকুল ইসলাম ও মায়ের নাম শাহিদা খানম। মা লালমাটিয়া মহিলা কলেজের গণিত বিভাগের চেয়ারম্যান। রাফিয়ার নানার বাড়ি দোহারের নারিশা ইউনিয়নের নারিশা খালপাড়ে। দাদার বাড়ি পিরোজপুর শহরে। ঢাকার মোহাম্মদপুরে সে মা-বাবার সঙ্গে থাকত। রাফিয়া নানার বাড়িতে বেড়াতে এসেছিল বলে জানান তার খালাতো ভাই সোহাগ হোসেন হান্নান। 

সোহাগ হোসেন হান্নান আরও জানান, রাফিয়া ও এলাকার এক শিশু উঠানে খেলছিল। সেসময় তার নানি ঘরের কাজে ব্যস্ত ছিলেন। রাফিয়া খেলতে খেলতে নারিশা খালপাড়ের খান বাড়ির পুকুর ধারে চলে আসে। পরে তার জুতা পড়ে গেলে উঠাতে গেলে পানিতে পড়ে যায় সে। তার সঙ্গে থাকা আরেক শিশু খবর দিলে নানার বাড়ির লোকজন খোঁজ করে পুকুর থেকে রাফিয়াকে উদ্ধার করে। দ্রুত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আজ বিকেলে জানাজা শেষে রাফিয়াকে নারিশা এলাকার চৌতাবাতর কবরস্থানে দাফন করা হয়েছে। এই সংবাদ ছড়িয়ে পড়লে, নানার বাড়ির এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে রাফিয়ার মা কর্মস্থল থেকে ঘটনাস্থলে চলে আসেন বলে নানার বাড়ির লোকজন জানান।

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার