হোম > সারা দেশ > ঢাকা

পরীমণি আটক, তল্লাশি চলছে এখনো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরীমণিকে আটক করেছে র‍্যাব। রাজধানীর বনানীতে নিজ বাসা থেকে আজ বুধবার সন্ধ্যায় তাঁকে আটক করা হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে র‍্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লে. কর্নেল খাইরুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তাঁর বাসা থেকে বিদেশি মদসহ বিভিন্ন অবৈধ দ্রব্য জব্দ করা হয়।

আজ বুধবার বিকেল ৪টার কিছু সময় পর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) চিত্রনায়িকা পরীমণির বাসায় এই অভিযান শুরু করে। সম্প্রতি হেলেনা জাহাঙ্গীর, ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে গ্রেপ্তারের ধারাবাহিকতায় পরীমণির বাসায় এ অভিযান চলছে বলে জানিয়েছে র‍্যাব।

এদিকে পরীমণি নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে বলেন, বাইরে কারা আছে, তা তিনি জানেন না। তিনি খুব ভয় পাচ্ছেন। তিনি পরিচিত সবাইকে সহায়তা করতে অনুরোধ জানাচ্ছেন। বনানী থানায় তিনি যোগাযোগ করেছেন। কিন্তু তিনি সেখান থেকে কোনো সহায়তা পাচ্ছেন না বলেও লাইভে উল্লেখ করেছেন।

গত ৮ জুন রাতে পরীমণি অভিযোগ করেন, ঢাকার অদূরে বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি তাঁকে ধর্ষণের চেষ্টা ও হত্যার চেষ্টা চালান। ১৩ জুন তিনি নাসির, তুহিন সিদ্দিকী ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। সেদিনই নাসির ও তুহিনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মামলার পরপরই উত্তরা থেকে নাসির ও তুহিনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। বর্তমানে নাসির জামিনে থাকলেও তুহিন কারাগারে রয়েছেন।

আরও পড়ুন

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড