হোম > সারা দেশ > মাদারীপুর

সন্ত্রাসীদের গুলিতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবক নিহত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকায় যুবক জামাল শেখ (৩৮) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ওই দেশের সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে দেশটির ইস্টার্ন কেপ প্রভিনসের আমটাটার চলো পুলিশ স্টেশনের এমজি নামক গ্রামে এ ঘটনা ঘটে। 

তিনি মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের মৃত রত্তন শেখের ছেলে। 

আজ শনিবার সন্ধ্যায় নিহত প্রবাসীর বাড়িতে গিয়ে জানা যায়, ৬ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান জামাল শেখ। পরে ওই দেশের ইস্টার্ন কেপ প্রভিনসের আমটাটার চলো পুলিশ স্টেশনের এমজি নামক গ্রামে দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। ১০ দিন আগে দেশটির স্থানীয় সন্ত্রাসীরা জামালের দোকানে এসে কোল্ড ড্রিংকস ও চাঁদা দাবি করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার রাত ১০টার দিকে সন্ত্রাসীরা তাঁর দোকানে এসে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

প্রবাসীর ছেলে সিয়াম শেখ জানায়, শুক্রবার সন্ধ্যায় পাঁচজন সন্ত্রাসী তাঁর বাবার দোকানে মাল কিনতে আসে। তখন সন্ত্রাসীরা বন্দুক দিয়ে গুলি করে হত্যা করে। 

নিহতের পরিবার ও স্থানীয়রা তার মরদেহ বাংলাদেশে নিয়ে আসার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন। 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘খবর পেয়েছি। লাশ দেশে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন