হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে আন্দোলনে নিখোঁজ দাবি করা সেই পোশাকশ্রমিককে উদ্ধার করল র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে নিখোঁজ দাবি করা সেই জোসনা বেগমকে জীবিত উদ্ধার করেছে র‍্যাব। জোসনা বেগম নামের ওই পোশাকশ্রমিককে খুন করা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়েছিল। গতকাল বুধবার আহত অবস্থায় তাঁকে পল্লবীর একটা বাসা থেকে উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাবে-৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ অক্টোবর ঢাকা মহানগরীর মিরপুরের একটি গার্মেন্টসে সংঘর্ষে জোসনা নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন বলে গুজব ছড়ায়। হত্যা ও গুজবকে ঘিরে গত ১ নভেম্বর পোশাককর্মীদের আন্দোলন দিনভর অব্যাহত থাকে। র‍্যাব-৪-এর সদস্যরা আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে আলোচনা করে জানতে পারেন, জোসনা বেগমকে হত্যা করে তাঁর লাশ গুম করা হয়েছে। এরই ধারাবাহিকাতায় র‍্যাব-৪ এ ব্যাপারে গোয়েন্দা নজরদারি ও তদন্ত কার্যক্রম শুরু করে। 

গত ১ নভেম্বর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৪ পল্লবীর কালশী এলাকার একটি বাসা থেকে জোসনা বেগমকে জীবিত উদ্ধার করে। বর্তমানে তিনি নিজ বাসায় সুস্থ ও স্বাভাবিক আছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন