হোম > সারা দেশ > ঢাকা

ভ্যাকসিন পরিবহনের টাকা না পাওয়ার অভিযোগ মেডিকেল টেকনোলজিস্টদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা মহামারির সময় ২০২০ ও ২০২১ সালে জেলা থেকে উপজেলা পর্যায়ে করোনার ভ্যাকসিন পরিবহনের টাকা পাননি বলে অভিযোগ জানিয়েছেন মেডিকেল টেকনোলজিস্টরা (ইপিআই)। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ও জেলা ইপিআই সুপারিনটেনডেন্টের সম্মেলনে আলোচকেরা এই অভিযোগ জানান। সম্মেলনে সারা দেশের ইপিআই ও জেলা ইপিআই সুপারিনটেনডেন্টদের দেড় শতাধিক প্রতিনিধি অংশ নেন। 

আলোচকেরা জানান, মেডিকেল টেকনোলজিস্টরা সব সময় বঞ্চিত হন। যখন করোনা মহামারি চলছে, তখন ভ্যাকসিন দেওয়া ও করোনা পরীক্ষার জন্য স্যাম্পল সংগ্রহ এই টেকনোলজিস্টরা করেন। কিন্তু প্রশিক্ষণের বিষয় এলে সংশ্লিষ্ট অন্য পেশাজীবীরা প্রশিক্ষণ পান, বঞ্চিত হন মেডিকেল টেকনোলজিস্টরা। 

সম্মেলনে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ও জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট কল্যাণ সমিতির নতুন কমিটি করা হয়। এতে আলোচনার ভিত্তিতে মোস্তফা কামালকে সভাপতি, নাজিম উদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক ও দীপক রঞ্জন সরকারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। 

সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘মেডিকেল টেকনোলজিস্টরা পদে পদে বঞ্চিত হচ্ছেন। জেলা থেকে উপজেলা পর্যায়ে ভ্যাকসিন পরিবহনে টেকনোলজিস্টরা টাকা পাননি। তার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দুই লক্ষাধিক টাকা চেয়ে আমরা আবেদন করেছি। এ ছাড়া ওভারটাইমসহ অন্য অনেক ভাতা আছে, যা খুবই সামান্য। অনেকে নিয়োগবিধি অনুসারে পদোন্নতির দাবি জানিয়েছেন। এসব সমস্যা সমাধানে আমরা কাজ করছি। তবে অধিকার আদায়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’ 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহম্মদ তৌফিকের। আয়োজকেরা জানিয়েছেন, প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ চলায় নিরাপত্তাজনিত কারণে প্রধান অতিথি উপস্থিত হতে পারেননি। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন