ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মাদারীপুরের কালকিনিতে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে উপজেলার রমজানপুর ইউনিয়নের দক্ষিণ জজিরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যবসায়ী একই গ্রামের হামেদ খান হাটে তাঁর নিজ ব্যবসায় প্রতিষ্ঠানে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে কালকিনি থানা-পুলিশ।
নিহত জাকিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত জাকির হোসেন উপজেলার রমজানপুর ইউনিয়নের দক্ষিণ জজিরা গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে।
এলাকাবাসী, পুলিশ ও নিহতের পরিবার বলছে, নিহত ব্যবসায়ী জাকির হোসেন দীর্ঘদিন যাবৎ রমজানপুরের হামেদ খান হাটে ওয়ার্কশপ ও হার্ডওয়্যারের দোকানের ব্যবসা পরিচালনা করে আসছেন। তাঁর ব্যবসায়ী কাজে টাকার প্রয়োজন হওয়ায় বেশ কিছু পরিচিত লোকজন ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নেন। তিনি তাঁর ঋণ করা টাকার কিস্তি ও পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পারায় ভোররাতে তাঁর ওয়ার্কশপের দোকানের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তাঁর ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানা-পুলিকে খবর দেয়। খবর পেয়ে কালকিনি থানার কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের ভাইসহ ও স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, ঋণের টাকা পরিশোধ করতে না পারায় জাকির হোসেন ব্যবসায়ী আত্মহত্যা করেছে।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল বলেন, ‘খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের পর সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’