হোম > সারা দেশ > ঢাকা

আসামির পরিবর্তে অন্যজনের কারাবাস, ৭ দিনের মধ্যে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসামির পরিবর্তে অন্য একজন কারাবাসের ঘটনায় সাত দিনের মধ্যে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ, আসামিপক্ষের আইনজীবী, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ও ডেপুটি জেলারসহ সংশ্লিষ্টদেরকে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 

আজ বুধবার বিচারপতি মো আশরাফুল কামালের একক বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে উত্তরায় যুবলীগ নেতা নাজমুল হাসানের মাদক মামলায় ৭ বছরের জেল খাটার পরিবর্তে টাকার বিনিময়ে মিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির জেল খাটার বিষয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টে আবেদন করেন। 

শুনানিতে মনজিল মোরসেদ বলেন, আসামির পরিবর্তে অন্য একজন জেলে গিয়ে জামিনের পর আপিল দায়ের করে। যার মাধ্যমে প্রকৃত আসামি ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। প্রায়ই এই ধরনের ঘটনা ঘটছে। যার কারণে আদালতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার বিষয় আবেদন জানান তিনি। 

শুনানির সময় আপিলকারী পক্ষের নিয়োজিত সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান ও রমজান খান মামলা হতে নিজেদের নাম প্রত্যাহার করার আবেদন জানান। 

শুনানি শেষে হাইকোর্ট আসামি আত্মসমর্পণের সময় তার প্রকৃত পরিচয় কীভাবে সনাক্ত করা হয়েছিলেন সে বিষয়ে ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. মোরশেদ আলমের কাছে জানতে চান। নিম্ন আদালতে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম ও আরিফুল ইসলামকে ঘটনার বিষয়ে তাদের বক্তব্য হলফনাম আকারে আদালতে দাখিলের নির্দেশ দেন। 

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আসামিকে কি প্রক্রিয়ায় গ্রহণ করেছেন হলফনামাসহ তা দিতে বলা হয়েছে। 

আর ডেপুটি জেলার সৈয়দ হাসান আলী আসামির স্বাক্ষর কীভাবে সত্যায়িত করেছেন তা জানাতে বলা হয়েছে। এছাড়া সাজাপ্রাপ্ত আসামি নাজমুল হাসানকে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে তার আইনজীবী রমজান খানের মাধ্যমে জানাতে বলা হয়েছে। 

আগামী সাত কার্য দিবসের মধ্যে লিখিতভাবে এসব জানাতে হবে বলে জানিয়েছেন মনজিল মোরসেদ। আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ৭ মে দিন ধার্য করেছেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট