হোম > সারা দেশ > ঢাকা

বিআরটিএ অফিস এডিসের কারখানা: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসটি এডিস মশার লার্ভা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। এর ভেতরে বিভিন্ন জায়গায় কোটি কোটি লার্ভা পাওয়া গেছে। যার কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আজ শনিবার, রাজধানীর মিরপুর এলাকায় মশক নিধনে ডিএনসিসির বিশেষ অভিযান পরিদর্শনে গিয়ে মেয়র আতিকুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বিআরটিএ যানবাহনের লাইসেন্স দেওয়ার  পাশাপাশি এডিস মশার লাইসেন্সও দিচ্ছে। যা খুবই দুঃখজনক। ব্যক্তিগত, সরকারি কিংবা বেসরকারি যেকোনো ভবনেই এডিসের লার্ভা পাওয়া গেলে জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেয়র বলেন, কারও  একার পক্ষে এডিস মশা দূর করা সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশ বিস্তাররোধ এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে।

আতিক জানান, এডিস মশার ঘনত্ব বিবেচনায় ডিএনসিসির ৬টি ওয়ার্ডে (১০, ১১, ১৪, ১৭, ২০ ও ৩৫) স্থানীয় কাউন্সিলর ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে সপ্তাহব্যাপী বিশেষ এই অভিযান আগামী ২ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে মেয়রের নির্দেশে বিআরটিএ অফিসের পেছনে সেনপাড়া এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটগুলো স্থানীয় জনগণের সহায়তায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া  হয়।

এরপর মেয়র মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আয়োজিত জনসচেতনতামূলক আলোচনা সভায় অংশ নেন।

২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন