হোম > সারা দেশ > ঢাকা

মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভয়াবহ মাদক ‘আইস’ দখলে রাখার দায়ে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন তাজুল ফাত্তাহ (৩৪)। তার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বনবাংলা গ্রামে। 

রায় ঘোষণার সময় আমি আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এ মামলার অপর আসামি শরিফুল ইসলামকে খালাস দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামি তাজুল দীর্ঘদিন ধরে ভয়ঙ্কর ক্রিস্টাল মিথাইল অ্যামফিটামিন সমৃদ্ধ মাদক ‘আইস’ কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। 

মামলার সূত্রে আরও জানা যায়, ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর ২৫০ গ্রাম আইস মাদকসহ যাত্রাবাড়ী এলাকা থেকে একটি মোটরসাইকেলসহ শরিফুল ও তাজুলকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানার উপপদির্শক (এসআই) মোহাম্মদ অহিদুর রহমান মজুমদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে একই বছরের ১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. সেলিম আকতার।

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক