হোম > সারা দেশ > ঢাকা

চলছে প্রতিবন্ধীদের চাকরি মেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতিবন্ধী ব্যক্তিদের কাজের সুযোগ করে দিতে রাজধানীর আগারগাঁওয়ের এনজিওবিষয়ক ব্যুরোতে চলছে চাকরি মেলা। আজ রোববার সকালে মেলা শুরু হয়, যা বিকেল পর্যন্ত চলবে। সরকার প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ক্ষেত্রে প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এই মেলার আয়োজন করেছে।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আয়োজকেরা জানান, সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) ও এনজিওবিষয়ক ব্যুরো এবং বিসিসির ‘তথ্যপ্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন’ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এবারের মেলা।

মেলায় অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তিদের কম্পিউটারে দক্ষতা ও প্রশিক্ষণের ওপর ভিত্তি করে একটি উল্লেখযোগ্যসংখ্যক চাকরিপ্রার্থীকে মেলা থেকেই চাকরি দেওয়া হবে বলে জানানো হয়েছে। এ ছাড়া কিছু চাকরিদাতা প্রতিষ্ঠান তাদের চাহিদা অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকার অন্তর্ভুক্ত করে পরবর্তী সময়ে প্রতিষ্ঠানে পদ ফাঁকা হওয়া সাপেক্ষে তাদের চাকরির ব্যবস্থা করবে।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে এই চাকরি মেলা আয়োজন করছে বিসিসি। মেলার মাধ্যমে এ পর্যন্ত সাত শতাধিক আইসিটিতে দক্ষ প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। 

এ ছাড়া ২০১১ সাল থেকে সূচনা ফাউন্ডেশন ও সিএসআইডির বিশেষজ্ঞ সহায়তায় বিসিসি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। এই প্রশিক্ষণ বিসিসর মোট সাতটি কেন্দ্রে (ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ফরিদপুর) পরিচালনা করা হয়। 

এ পর্যন্ত বিসিসি থেকে মোট ১ হাজার ৬৭১ জন প্রতিবন্ধী ব্যক্তি আইসিটি প্রশিক্ষণ নিয়েছেন।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ