হোম > সারা দেশ > ঢাকা

সৌদি আরবের সঙ্গে ফরিদগঞ্জে ২০ গ্রামে রোজা শুরু বৃহস্পতিবার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২০টি গ্রামের ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র রমজানের প্রথম রোজা রাখবেন আগামীকাল বৃহস্পতিবার। আজ বুধবার তারা তারাবিহ আদায়ের মধ্য দিয়ে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেবেন।

বৃহস্পতিবার থেকে উপজেলার যেসব গ্রামে রোজা শুরু হবে-লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভূলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলী, বাচপাড়, মুন্সিরহাঁট, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুর গ্রাম।

জানা যায়, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের পীর মরহুম মাওলানা ইসহাক (রহ.) কে অনুসরণ করে ১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রমজানে রোজা এবং দুই ঈদ পালন করে আসছেন তারা।

ভূলাচোঁ এলাকার মোশারফ হোসেন মিলন (৪০) জানান, বাংলাদেশ সময় বুধবার রাত ৯টায় তাঁদের মসজিদে তারাবিহ নামাজ আদায় করবেন। আগামীকাল বৃহস্পতিবার ভোরে সাহরি খেয়ে পবিত্র রোজা পালন শুরু করবেন তারা।

মুন্সিরহাট এলাকার কবির হোসেন (৫০) বলেন, পূর্ব পুরুষেরা যেভাবে রোজা রেখেছেন, ঈদ করেছেন তারাও সেভাবে রোজা ও ঈদ পালন করে আসছেন। তাই তিনিও রোজার প্রস্তুতি নিচ্ছেন।

ভূলাচোঁ জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হাই বলেন, তার মসজিদে রাত ৯টায় তারাবির নামাজ আদায় করবেন। ২৩ মার্চ বৃহস্পতিবার প্রথম রোজা রাখবেন।

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার