হোম > সারা দেশ > ঢাকা

বুড়িগঙ্গায় নৌকা ডুবিতে শিশুসহ ৩ জনের মৃত্যু, নিখোঁজ ১ 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

বুড়িগঙ্গা নদীতে মালবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ শিশুসহ তিন যাত্রীর মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছে। আজ সোমবার সকাল দশটার দিকে এই নৌকাডুবির ঘটনা ঘটে। 

নিহত তিনজন হলেন, রেখা বেগম (২৯) ও তাঁর মেয়ে সানজিদা (৮) এবং অপর এক শিশু শফিকুল (৭)। এছাড়া নিখোঁজ রয়েছে শফিকুলের মা শীতল বেগম (২৭)। 

বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সোবাহান মিয়া জানান, সকাল পৌনে ১০টার দিকে কামরাঙ্গীচর এলাকা থেকে একটি যাত্রীবাহী খেয়া নৌকা ১০ জন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের খাগাইল ঘাটের দিকে যাচ্ছিল। মাঝ নদীতে আসার পরে মালবাহী একটি বাল্ক হেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। ডুবে যাওয়ার পরে মাঝি ও বাকি ৬ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ২ শিশুসহ ৪ যাত্রী তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করে। 

মো. সোবাহান মিয়া আরও জানান, বেলা পৌনে ১টার দিকে তাঁরা রেখার মরদেহ উদ্ধার করেন। এরপর বেলা সোয়া ১টার দিকে তাঁর আট বছর মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। পরে দুপুর ৩টায় শিশু শফিকুলের মরদেহ উদ্ধার করা হয়। তবে শফিকুলের মা শীতল এখনো নিখোঁজ রয়েছে। মালবাহী নৌযানটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। 
 
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শীতল বেগমকে উদ্ধারে ডুবুরিরা তল্লাশি চালাচ্ছেন। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট