হোম > সারা দেশ > ঢাকা

বুড়িগঙ্গায় নৌকা ডুবিতে শিশুসহ ৩ জনের মৃত্যু, নিখোঁজ ১ 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

বুড়িগঙ্গা নদীতে মালবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ শিশুসহ তিন যাত্রীর মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছে। আজ সোমবার সকাল দশটার দিকে এই নৌকাডুবির ঘটনা ঘটে। 

নিহত তিনজন হলেন, রেখা বেগম (২৯) ও তাঁর মেয়ে সানজিদা (৮) এবং অপর এক শিশু শফিকুল (৭)। এছাড়া নিখোঁজ রয়েছে শফিকুলের মা শীতল বেগম (২৭)। 

বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সোবাহান মিয়া জানান, সকাল পৌনে ১০টার দিকে কামরাঙ্গীচর এলাকা থেকে একটি যাত্রীবাহী খেয়া নৌকা ১০ জন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের খাগাইল ঘাটের দিকে যাচ্ছিল। মাঝ নদীতে আসার পরে মালবাহী একটি বাল্ক হেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। ডুবে যাওয়ার পরে মাঝি ও বাকি ৬ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ২ শিশুসহ ৪ যাত্রী তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করে। 

মো. সোবাহান মিয়া আরও জানান, বেলা পৌনে ১টার দিকে তাঁরা রেখার মরদেহ উদ্ধার করেন। এরপর বেলা সোয়া ১টার দিকে তাঁর আট বছর মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। পরে দুপুর ৩টায় শিশু শফিকুলের মরদেহ উদ্ধার করা হয়। তবে শফিকুলের মা শীতল এখনো নিখোঁজ রয়েছে। মালবাহী নৌযানটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। 
 
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শীতল বেগমকে উদ্ধারে ডুবুরিরা তল্লাশি চালাচ্ছেন। 

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ