হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মোবাইল ফোন কিনে না দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা, দাবি পরিবারের

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে আঁখি আক্তার (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই গৃহবধূর পরিবারের দাবি, মোবাইল কিনে না দেওয়ায় আঁখি বিষপানে আত্মহত্যা করেছেন।

গতকাল শুক্রবার রাতে উপজেলার চান্দহর ইউনিয়নের ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে। আঁখি ওই এলাকার মো. ওয়াসিমের স্ত্রী। 

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, দুই বছর আগে ওই ইউনিয়নের ফতেপুর এলাকার আব্দুর রহমানের মেয়ে আঁখিকে বিয়ে করেন একই এলাকার ওয়াসিম। তিনি সৌদিপ্রবাসী। গত শুক্রবার রাতে আঁখি স্বামীর কাছে একটি নতুন মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগের জন্য ৫ হাজার টাকা দাবি করেন। ওয়াসিম মোবাইল ফোন ও টাকা দিতে অস্বীকৃতি জানান। ওই গৃহবধূ স্বামীর সঙ্গে অভিমান করে গতকাল রাত ১০টার দিকে বিষ পান করেন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে রাতে পাশের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়।

সিঙ্গাইর থানার শান্তিপুর তদন্তকেন্দ্রের ইনচার্জ খালেদ মনসুর বলেন, ‘আত্মহত্যার বিষয়টি জানতে পেরেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ