হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ২১৭ জনের নামে মামলা

মানিকগঞ্জ প্রতিনিধি

জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক পুলিশ সুপার গোলাম আজাদ খানসহ ২১৭ জনের নামে মামলা হয়েছে। আজ সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ছাত্র প্রতিনিধি মেহেরাব হোসাইন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

বাকি আসামিরা হলেন সাবেক এমপি এস এম জাহিদ, নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, দপ্তর সম্পাদক এহতেশাম খান ভুনু, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল ইসলাম খান জানু, মানিকগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক রাজা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, জেলা কৃষক লীগের আহ্বায়ক সুমি খানম, সদর উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমান প্রমুখ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র–জনতা জেলা আইনজীবী সমিতি ১ নম্বর ভবনের সামনে হতে প্রতিবাদ মিছিল নিয়ে পায়ে হেঁটে খালপাড় ব্রিজের দিকে যায়। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা বিভিন্ন প্রকার আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আশপাশে মহড়া দিতে থাকেন।

আসামিরা হামলা চালিয়ে আন্দোলনকারী মো. আরমান হোসাইন, হাসনা হেনা, মাহফুজ হোসাইন, তন্ময়সহ কয়েকজনকে কুপিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান এবং দিগ্‌বিদিক ছোটাছুটি করতে থাকেন। আসামিদের হামলায় মো. আরমান হোসাইন ও হাসনা হেনাকে মৃত ভেবে ফেলে রেখে চলে গেলে শিক্ষার্থীরা তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ বিষয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার তদন্তের বিষয়ে আদালত থেকে এখন পর্যন্ত আমরা কোনো নির্দেশনা পাইনি। আদালতের নির্দেশনা পেলে তদন্ত করে আদালতে প্রতিবেদন পাঠানো হবে।’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ