হোম > সারা দেশ > ঢাকা

খতনা করাতে গিয়ে আইডিয়ালের ছাত্রের মৃত্যু: তিন মাসের মধ্যে কারণ জানাতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খতনা করাতে গিয়ে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র আহনাফ তাহমিদের মৃত্যুর ঘটনায় কারণ খুঁজতে বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বোর্ড গঠন করে কারণ খুঁজে আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

ওই শিশুর বাবা ফখরুল আলম ও মা খায়রুন নাহারের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

শিশু মৃত্যুর ঘটনায় রাজধানীর মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টার এবং জড়িত ডাক্তারদের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। এ ছাড়া ওই শিশুর পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিএমডিসির চেয়ারম্যান, হাসপাতালের মালিক এবং ওই শিশুর অপারেশনের সঙ্গে জড়িতদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিকুল ইসলাম মেহেদী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

আইনজীবী রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্ট মৃত্যুর কারণ খুঁজতে বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে হাসপাতাল ও জড়িতদের লাইসেন্স এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন।

এর আগে, গত ২০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টার সুন্নতে খতনা করাতে গিয়ে মারা যায় আহনাফ তাহমিদ। পরে মৃত্যুর ঘটনায় কারণ খুঁজে বের করা, জড়িতদের ও হাসপাতালের লাইসেন্স বাতিল করা এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ৩০ মে হাইকোর্টে রিট করেন শিশুটির বাবা–মা।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন