হোম > সারা দেশ > ঢাকা

বেতনের দাবিতে আন্দোলনে পলিটেকনিক শিক্ষকেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৩৪ মাস ধরে বেতন বন্ধ থাকায় লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকেরা। আজ রোববার আগারগাঁওয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন তাঁরা। 

আন্দোলনকারী শিক্ষকেরা জানান, প্রকল্প শেষে চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ২২ মে সদয় অনুমতি প্রদান করেন এবং সরকারের থোক বরাদ্দ থেকে ২০১৯-২০২০ অর্থবছরে বেতন-ভাতাও দেওয়া হয়। যা ২০২০ সালের জুন মাস পর্যন্ত চলমান ছিল। কিন্তু অজ্ঞাত কারণে তা বর্তমানে বন্ধ রয়েছে। আমাদের ফাইলটি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে। তাঁরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সমন্বয়ের মাধ্যমে সমস্যাটি দ্রুত সমাধান করে বেতন-ভাতা না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং দীর্ঘদিনের অবর্ণনীয় দুর্ভোগের অবসানের জন্য বকেয়া বেতন-ভাতা প্রদান ও চাকরি দ্রুত রাজস্ব খাতে আত্তীকরণের দাবি জানান। 

জানা গেছে, ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটের ৭৭৭ জন শিক্ষক ২০২০ সালের জুলাই থেকে বেতন-ভাতা পাচ্ছেন না। সে কারণে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেছেন। অবস্থান কর্মসূচির প্রথম দিনে অন্তত তিন শতাধিক শিক্ষক অংশ নেন। 

মুক্তিযোদ্ধার সন্তান, কারিগরি শাখার সভাপতি মো. সুমন হায়দার বলেন, ‘অনেকে বেতন না হওয়ায় বাবা-মায়ের চিকিৎসা করাতে পারছে না, সন্তানকে স্কুলে পাঠাতে পারছে না। গত ৩৪ মাস পর্যন্ত আমাদের বেতন বন্ধ রাখা হয়েছে। তাই আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। যত দিন পর্যন্ত দাবি আদায় না হয়, তত দিন আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি