হোম > সারা দেশ > ঢাকা

কেন্দ্রীয় কারাগারের দোহারের এক হাজতির মৃত্যু

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের রমিজ উদ্দিন (৬১) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মৃত রমিজ উদ্দিনের বাড়ি দোহারের নয়াবাড়ি ইউনিয়নের নয়াডাঙ্গী গ্রামের তিনি সকিমউদ্দিনের ছেলে। তিনি ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ চন্দ্র জানান, রমিজ উদ্দিন দোহার থানার একটি মামলায় পাঁচ বছরের সাজা হয়েছিল। তিনি শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকালে তাঁর স্বাস্থ্যের অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

আজ বুধবার ময়নাতদন্ত শেষে সরকারি নিয়ম অনুযায়ী তাঁর মরদেহ গ্রামের বাড়ি দোহারের নয়াবাড়ির নয়াডাঙ্গী যাবে। সেখানে রাত ৮টায় পর বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে শিলাকোঠা কবরস্থানে দাফন করা হবে। মৃত রমিজউদ্দিনের একমাত্র ছেলে ইলিয়াস হোসাইন জনি আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন।  

উল্লেখ্য, মৃত রমিজউদ্দিনের সাজা আগামী মার্চ মাসে শেষ হওয়ার কথা ছিল। গত বছরের ১৫ মে দেশের এটিএন নিউজের আয়োজনে কারাগারের হাজতিদের নিয়ে ‘কারা কণ্ঠ গাও খাঁচার পাখি গাও’ অনুষ্ঠিত একটি গানের অনুষ্ঠানে গান গেয়ে সকলের মন জয় করেন তিনি। অনুষ্ঠানে তিনি তৃতীয় স্থান অধিকার করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট