হোম > সারা দেশ > ঢাকা

দারুস সালাম এলাকায় গণপিটুনিতে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এআই দিয়ে বানানো প্রতীকী ছবি

রাজধানীর দারুস সালাম থানাধীন আহমেদনগরে গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩১ মে) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত একজনের নামে তানভীর। তাঁর বাড়ি বরিশালে। তবে অন্যজনের নাম জানা যায়নি।

পুলিশ জানায়, গতকাল রাতে স্থানীয় কিছু লোক থানায় এসে এলাকায় মাদক বেচাকেনার বিষয়ে জানায়। পরে গভীর রাতে পুলিশ সেখানে গিয়ে অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে আরও দুইজন পালিয়ে যায়।

এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। পরে শনিবার বেলা ১২টার দিকে মাদক বেচাকেনা চক্রের তিন ব্যক্তি ওই এলাকায় এসে স্থানীয়দের নানা হুমকি দিতে থাকেন। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাঁদের ওপর হামলা করে। স্থানীয়দের গণপিটুনিতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আর একজন পালিয়ে যান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সালেহ মুহম্মদ জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গণপিটুনিতে নিহত দুইজনের মধ্যে তানভীরের নামে মাদক মামলা রয়েছে। নিহত আরেকজনের নাম জানা যায়নি। আমরা বিষয়টি দেখছি। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তি রক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

‘ছোট ভাই প্রটেকশন বাড়াও’— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী