হোম > সারা দেশ > ঢাকা

দারুস সালাম এলাকায় গণপিটুনিতে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এআই দিয়ে বানানো প্রতীকী ছবি

রাজধানীর দারুস সালাম থানাধীন আহমেদনগরে গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩১ মে) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত একজনের নামে তানভীর। তাঁর বাড়ি বরিশালে। তবে অন্যজনের নাম জানা যায়নি।

পুলিশ জানায়, গতকাল রাতে স্থানীয় কিছু লোক থানায় এসে এলাকায় মাদক বেচাকেনার বিষয়ে জানায়। পরে গভীর রাতে পুলিশ সেখানে গিয়ে অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে আরও দুইজন পালিয়ে যায়।

এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। পরে শনিবার বেলা ১২টার দিকে মাদক বেচাকেনা চক্রের তিন ব্যক্তি ওই এলাকায় এসে স্থানীয়দের নানা হুমকি দিতে থাকেন। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাঁদের ওপর হামলা করে। স্থানীয়দের গণপিটুনিতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আর একজন পালিয়ে যান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সালেহ মুহম্মদ জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গণপিটুনিতে নিহত দুইজনের মধ্যে তানভীরের নামে মাদক মামলা রয়েছে। নিহত আরেকজনের নাম জানা যায়নি। আমরা বিষয়টি দেখছি। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই