হোম > সারা দেশ > ঢাকা

দারুস সালাম এলাকায় গণপিটুনিতে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এআই দিয়ে বানানো প্রতীকী ছবি

রাজধানীর দারুস সালাম থানাধীন আহমেদনগরে গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩১ মে) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত একজনের নামে তানভীর। তাঁর বাড়ি বরিশালে। তবে অন্যজনের নাম জানা যায়নি।

পুলিশ জানায়, গতকাল রাতে স্থানীয় কিছু লোক থানায় এসে এলাকায় মাদক বেচাকেনার বিষয়ে জানায়। পরে গভীর রাতে পুলিশ সেখানে গিয়ে অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে আরও দুইজন পালিয়ে যায়।

এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। পরে শনিবার বেলা ১২টার দিকে মাদক বেচাকেনা চক্রের তিন ব্যক্তি ওই এলাকায় এসে স্থানীয়দের নানা হুমকি দিতে থাকেন। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাঁদের ওপর হামলা করে। স্থানীয়দের গণপিটুনিতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আর একজন পালিয়ে যান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সালেহ মুহম্মদ জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গণপিটুনিতে নিহত দুইজনের মধ্যে তানভীরের নামে মাদক মামলা রয়েছে। নিহত আরেকজনের নাম জানা যায়নি। আমরা বিষয়টি দেখছি। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ