হোম > সারা দেশ > ঢাকা

শবে বরাত রাতের নিরাপত্তায় মাঠে থাকবেন র‍্যাব সদস্যরা: র‍্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পবিত্র শবে বরাত উপলক্ষে শহরজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের সদস্যরা মাঠে থাকবেন বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। 

আজ শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে বসিলা এলাকায় জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদ্রাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় দুস্থ ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা জানান আবদুল্লাহ আল মামুন। 

র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘প্রবিত্র শবে বরাত এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে একটি মহল পটকা, আতশবাজির মাধ্যমে নাশকতা ঘটিয়ে থাকে। প্রতিবছরের মতো এবারও সাদা পোশাকে র‍্যাব টহলে থাকবে। এ ছাড়া সাইবার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে, যাতে কেউ উসকানিমূলক কোনো কাণ্ড ঘটাতে না পারে।’ 

র‍্যাবের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদ্রাসা, ফয়জুল উম্মুল পুরুষ ও মহিলা মাদ্রাসা, বুশরা পুরুষ ও মহিলা মাদ্রাসা, মারকাযুস সুন্নাহ্ মেট্রো হাউজিং এতিমখানাসহ পাঁচ শতাধিক দুস্থ অসহায় মানুষ ও এতিম শিশুর মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ ছাড়া জুমার নামাজের পর মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল কে এম আজাদ, লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, র‍্যাব-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত এবং বসিলা জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদ্রাসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির