হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী বাবা গ্রেপ্তার

প্রতিনিধি, সিরাজদিখান (মুন্সিগঞ্জ)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিজের কন্যাশিশুকে অপহরণ করার মামলায় বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার বালুচর ইউনিয়নের রাজনগর গ্রামে অভিযান চালিয়ে অপহৃত হওয়া মাইশাকে (১) উদ্ধার এবং অপহরণকারী বাবা সুমন কাজীকে (৩০) গ্রেপ্তার করা হয়। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশু মাইশার বাবা-মার মধ্যে ঝগড়ার কারণে মা মারিয়া ইসলাম মুন্নী শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে আসে। এরপর শিশু মাইশাকে টিকা দেওয়ার জন্য আসলে শিশুটির বাবা সুমন কাজী তাঁর মেয়েকে দেখে বাড়িতে নিয়ে যায়। সে জন্য শিশুটির মা মারিয়া ইসলাম মুন্নী মুন্সিগঞ্জ আদালতে নিজে বাদী হয়ে সন্তান অপহরণের দায়ে স্বামী সুমন কাজীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। সে মামলায় বাবা সুমন কাজীকে গ্রেপ্তার করে পুলিশ এবং শিশু কন্যাকে উদ্ধার করা হয়। 

মামলা তদন্তকারী কর্মকর্তা সিরাজদীখান থানার এসআই অনিল চন্দ জানান, অপহরণ হওয়া শিশুটির মা আদালতে অপহরণের অভিযোগ দায়ের করলে আদালত থেকে সিরাজদিখান থানাকে এফআইআর হিসেবে গণ্য করার আদেশ দেন। এরপর থানায় মামলা রুজুর ৪৮ ঘণ্টার মধ্যেই বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অপহৃত শিশু মাইশাকে উদ্ধার এবং অপহরণকারী সুমন কাজীকে গ্রেপ্তার করা হয়। আসামি ও উদ্ধার হওয়া শিশুটিকে যথাযথ নিয়ম অনুসরণ করে আদালতে পাঠানো হয়েছে।

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে