হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী বাবা গ্রেপ্তার

প্রতিনিধি, সিরাজদিখান (মুন্সিগঞ্জ)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিজের কন্যাশিশুকে অপহরণ করার মামলায় বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার বালুচর ইউনিয়নের রাজনগর গ্রামে অভিযান চালিয়ে অপহৃত হওয়া মাইশাকে (১) উদ্ধার এবং অপহরণকারী বাবা সুমন কাজীকে (৩০) গ্রেপ্তার করা হয়। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশু মাইশার বাবা-মার মধ্যে ঝগড়ার কারণে মা মারিয়া ইসলাম মুন্নী শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে আসে। এরপর শিশু মাইশাকে টিকা দেওয়ার জন্য আসলে শিশুটির বাবা সুমন কাজী তাঁর মেয়েকে দেখে বাড়িতে নিয়ে যায়। সে জন্য শিশুটির মা মারিয়া ইসলাম মুন্নী মুন্সিগঞ্জ আদালতে নিজে বাদী হয়ে সন্তান অপহরণের দায়ে স্বামী সুমন কাজীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। সে মামলায় বাবা সুমন কাজীকে গ্রেপ্তার করে পুলিশ এবং শিশু কন্যাকে উদ্ধার করা হয়। 

মামলা তদন্তকারী কর্মকর্তা সিরাজদীখান থানার এসআই অনিল চন্দ জানান, অপহরণ হওয়া শিশুটির মা আদালতে অপহরণের অভিযোগ দায়ের করলে আদালত থেকে সিরাজদিখান থানাকে এফআইআর হিসেবে গণ্য করার আদেশ দেন। এরপর থানায় মামলা রুজুর ৪৮ ঘণ্টার মধ্যেই বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অপহৃত শিশু মাইশাকে উদ্ধার এবং অপহরণকারী সুমন কাজীকে গ্রেপ্তার করা হয়। আসামি ও উদ্ধার হওয়া শিশুটিকে যথাযথ নিয়ম অনুসরণ করে আদালতে পাঠানো হয়েছে।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা