হোম > সারা দেশ > মাদারীপুর

অনলাইনে দ্বিগুণ আয়ের প্রলোভনে প্রতারণা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর শিবচরের ‘এ্যামাজন ক্রাউন ইম্পেরিয়াল’ নামে একটি অনলাইন সাইট অ্যাপসের মাধ্যমে হাজার হাজার মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে শিবচর থানার পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগ, গতকাল সোমবার রাতে পুলিশ প্রতারক স্বামী ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সাত জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টাকা বিনিয়োগ করে ২১ দিনের মধ্যে দ্বিগুণ টাকা আয়ের প্রলোভন দেখিয়ে আসছিলেন গ্রেপ্তারকৃত দম্পতিসহ কয়েকজনের প্রতারক চক্র।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার উপপরিদর্শক (এসআই) সিদ্ধার্থ ব্রত কুন্ডু।

ভুক্তভোগী পরিবারের বরাতে এসআই সিদ্ধার্থ ব্রত কণ্ডু জানান, জেলার শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের ঝাউকান্দি গ্রামের আব্দুস সালাম মাতবরের ছেলে কামাল হোসেন (৪২) ও তাঁর স্ত্রী ফাহিমা আক্তারসহ (৩৮) একটি প্রতারক চক্র ‘এ্যামাজন ক্রাউন ইম্পেরিয়াল’ নামক একটি অনলাইন সাইটের সঙ্গে যুক্ত। এ্যামাজন ক্রাউন ইম্পেরিয়ালে টাকা বিনিয়োগ করলে ২১ দিনে দ্বিগুণ আয় হয় বলে বিভিন্ন মানুষকে প্রলোভন দেখিয়ে আসছিলেন তাঁরা। তাঁদের প্রলোভনে শিবচরের প্রায় ২০ হাজার মানুষ টাকা বিনিয়োগ করেন। প্রথমে বেশ কয়েকজনকে ২১ দিনে দ্বিগুণ টাকা ফেরতও দেন প্রতারক কামাল হোসেনসহ চক্রটি। বিনিয়োগকারীদের সংখ্যা ও বিনিয়োগের পরিমাণ কয়েক কোটি হয়ে যাওয়ার পর গত ৭ জুলাই থেকে হঠাৎ অনলাইন সাইটটি বন্ধ হয়ে যায়।

সিদ্ধার্থ ব্রত কুন্ডু আরও বলেন, বিনিয়োগকারীদের সন্দেহ হলে গতকাল সোমবার দুপুরে এক ভুক্তভোগী বাদী হয়ে প্রতারকসহ সাতজনের নামে শিবচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। পরে রাতে প্রতারক কামাল হোসেন ও তাঁর স্ত্রী ফাহিমা আক্তারকে আটক করে পুলিশে খবর দেন। পরে শিবচর থানার পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে প্রতারক কামাল হোসেন ও তাঁর স্ত্রী ফাহিমা আক্তারকে গ্রেপ্তার করে। পুলিশ প্রতারক চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক