ঢাকা: 'মার্কেট যখন খোলা, শপিং তো করতেই হবে। গতবছর ঈদের আগে মার্কেট বন্ধ ছিল। তাই শপিং করি নাই। কিন্তু এবার মার্কেট খুলে দিছে। তাই চলে এলাম। মাস্ক তো আছেই। ভয় কীসের?' কথাগুলো বলছিলেন সায়েদাবাদ থেকে নিউমার্কেটে ঈদের কেনাকাটা করতে আসা জান্নাতুল ইসলাম। মাস্ক থাকলেও সামাজিক (শারীরিক) দূরত্ব তো মানা হচ্ছে না—এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এত মানুষের মধ্যে সামাজিক দূরত্ব মানা যায় নাকি? মরতে তো হবেই। এত মানামানি করে হবেটা কী।
শুধু জান্নাতুল ইসলাম নন, তাঁর মতো অসংখ্য মানুষ ঈদের কেনাকাটা করছে করোনাভাইরাস তোয়াক্কা না করে। সংক্রমণ কমাতে সরকারের আরোপ করা বিধিনিষেধের মধ্যেও শপিং মলের পাশাপাশি গণপরিবহনে মানুষের ভীড় দেখা যাচ্ছে। মাস্ক পরার নির্দেশনা থাকলেও অনেকেই তা মানছেন না। কেউ আবার মাস্কের সঠিক ব্যবহার করছেন না। তোয়াক্কা করছেন না সামাজিক দূরত্ব মেনে চলাসহ স্বাস্থ্যবিধির।
মৌচাক মার্কেটের একটি গেটে জীবাণুনাশক টানেল রয়েছে। কিন্তু ক্রেতারা চাইলে অন্য গেট দিয়েও প্রবেশ করতে পারেন। এই মার্কেটে ৩৩ বছর ধরে ব্যবসা করেন মায়া জেনারেলের মালিক আলী হোসেন। তিনি বলেন, `এত বছর ধরে ব্যবসা করি। এমন খারাপ পরিস্থিতি আগে কখনো হয়নি। করোনাভাইরাসের অভিশাপ আমাদের পথে বসাচ্ছে। আমরা ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় আছি, স্বাস্থ্যবিধি নিয়ে ভাবছি না।'
মোহাম্মদপুর–বনশ্রী রুটের বাস স্বাধীন–এর চালক রিয়াজুল ইসলাম বলেন, `করোনা বড়লোকদের রোগ। আমাদের মতো খেটে খাওয়া মানুষের এই রোগ হয় না। কই এতদিন তো রাস্তায় আছি, কোনো দিন তো সমস্যা হয়নি।' এই বাস চালক আরও বলেন, `সবকিছুই তো ঠিক মতো চলছে, আমাদের মতো গরীবদের মারতেই সরকার লকডাউনসহ নানা ফন্দি বের করছে। তারা তো বড়লোকদের অফিস আর কারখানা বন্ধ করতে পারে না।'
করোনার এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মানা নিয়ে মেডিসিন বিশেষজ্ঞ ও ইউজিসি অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, `সরকার ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের কথা চিন্তা করে মার্কেট, গণপরিবহন খুলে দিয়েছে। তাই তাদের উচিত স্বাস্থ্যবিধি শতভাগ মেনে চলা। গণপরিবহনের যাত্রী এবং যারা মার্কেটে ভিড় করছেন, তাঁদেরও নিজেদের স্বাস্থ্যঝুঁকিটা বিবেচনা করা উচিত। শুধু মাস্ক পরাটাই তো সব নয়, সামাজিক দূরত্ব মানতে হবে। আমাদের প্রশাসনের আরও কঠোর হওয়া উচিত। স্বাস্থ্যবিধিকে অবহেলা করলে সংক্রমণ ভয়ংকর আকার ধারণ করবে। তখন ব্যবসা–বাণিজ্য চালু রাখার আর কোনো উপায়ই থাকবে না। তাই সময় থাকতে আমাদের সতর্ক হতে হবে।'