হোম > সারা দেশ > ঢাকা

খিলক্ষেতে থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, উত্তরা (ঢাকা) 

রাজধানীর খিলক্ষেতের একটি বাসার টয়লেট থেকে সাদিয়া আক্তার (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কীভাবে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে তা এখনো জানাতে পারেনি পুলিশ। 

জানা গেছে, খিলক্ষেতের নামাপাড়ার তাকদিরের ভাড়া বাড়ি থেকে বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বামী জুবায়ের আহমেদ শুভ পলাতক রয়েছে। নিহত গৃহবধূ ওই বাসায় তাঁর স্বামীর সঙ্গে বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি বগুড়া জেলার সদর উপজেলায়। 

এলাকাবাসী আজকের পত্রিকাকে জানায়, সাদিয়া ও তাঁর স্বামী শুভ চলতি মাসের এক তারিখেই এই ভাড়া বাসায় উঠেন। কিন্তু তাঁদের কারও ভোটার আইডি কার্ডের ফটোকপি দেয়নি। শুভ একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করে। 

এ বিষয়ে খিলক্ষেত থানার এসআই মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এলাকাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে নামা পাড়ার একটি বাসার টয়লেট থেকে সাদিয়া আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার সময় ওই বাসার তালা খোলা ছিল। তাঁর স্বামীকে পাওয়া যায়নি। 

তিনি বলেন, গৃহবধূর মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

সুরতাল রিপোর্টে আঘাতের চিহ্ন পাওয়া গেছে কি না জানতে চাইলে এসআই মিজান বলেন, প্রাথমিকভাবে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কী মামলা হবে জানতে চাইলে তিনি বলেন, এটি অপমৃত্যু না হত্যা মামলা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন