হোম > সারা দেশ > ঢাকা

আন্তর্জাতিক মানব মহাকাশ ফ্লাইট দিবস উদ্‌যাপন করল রাশিয়ান হাউস

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক মানব মহাকাশ ফ্লাইট দিবস উদ্‌যাপন করল ঢাকার রাশিয়ান হাউস। আজ বুধবার রাশিয়ান হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, অনুষ্ঠান উপলক্ষে সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে যৌথভাবে সেমিনারটি আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা সুলতান সালেহউদ্দিন এবং দিবালোক সিংহ ইউরি গ্যাগারিনের শৈশব, পেশাগত জীবন এবং তাঁর ঐতিহাসিক মহাকাশ উড্ডয়ন এবং সেই সঙ্গে রুশ মহাকাশ কর্মসূচির ইতিহাস এবং এই ক্ষেত্রে বৈশ্বিক অগ্রগতিতে এর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। 

সেমিনারে বিভিন্ন সোভিয়েত এবং রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের প্রায় ১২০ সদস্য এবং স্থানীয় বেসরকারি সংস্থার অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। 

রাশিয়ান হাউস ‘দ্য ফার্স্ট হিউম্যান ফ্লাইট ইন স্পেস’ শিরোনামের একটি ছবির প্রদর্শনীর ব্যবস্থাও করেছে, যাতে ইউরি গ্যাগারিনের বিখ্যাত ফটোগ্রাফ এবং মানবতার জন্য তাঁর ঐতিহাসিক অর্জনগুলি রয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মসহুরুল আমিন বলেন, ২০১৮ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়েছে। রাশিয়ার উৎক্ষেপণ পরিষেবার স্যাটেলাইট কোম্পানি গ্লাভকোসমসের সঙ্গে একটি সহযোগিতা সইয়ের মাধ্যমে দ্বিতীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু-২-এর প্রক্রিয়া শুরু হয়েছে। তাই তিনি রাশিয়ার সক্রিয় সহযোগিতায় ২০২৫ সালে বাংলাদেশের মহাকাশ যাত্রার আশাবাদ ব্যক্ত করেন। 

এ উপলক্ষে সেরোভ একাডেমি অব ফাইন আর্টসের সহযোগিতায় ঢাকার বিভিন্ন স্কুলের ৬০ জন শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘স্পেস’ বিষয়ক একটি ড্রয়িং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। রাশিয়ান হাউসের প্রধান ম্যাক্সিম দোব্রোখোতোভ সকল অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন। 

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ