বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দায়িত্ব ছিল সরকার ও রাষ্ট্রের; যা বর্তমান সরকার পুরোপুরি করতে পারেনি। কেন অবহেলা করা হচ্ছে এবং নিহত ব্যক্তিদের পুরো তালিকা তাদের কাছে কেন নেই?’
আজ শুক্রবার (২৩ মে) দুপুরে নরসিংদীর মাধবদীর মেহেরপাড়ায় জুলাই আন্দোলনে শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে রিজভী এই কথা বলেন। পরে আরমান মোল্লার স্ত্রী-সন্তানদের হাতে নগদ অর্থসহায়তা তুলে দেন তিনি।
শহীদ আরমান মোল্লার পুরো দায়িত্ব ‘আমরা বিএনপি পরিবার’ নিয়েছে জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সব শহীদ ও আহত ব্যক্তিদের পুরো দায়িত্ব রাষ্ট্র নেবে।
সাক্ষাৎ অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব মোখলেছুর রহমান মিথুনসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।