হোম > সারা দেশ > ঢাকা

দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে এখন পর্যন্ত ২১ জন নিহত ও শতাধিক আহতের ঘটনায় গভীরভাবে শোকাহত মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। এমএসএফ বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুততার সঙ্গে আইনানুগ শাস্তি নিশ্চিতের জোর দাবি জানিয়েছে। 

মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২১ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। আহত শতাধিক মানুষ। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন ৯ জন। প্রতিষ্ঠানটির সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেছেন, চিকিৎসাধীন সবার অবস্থা সংকটাপন্ন।

এই মর্মান্তিক ঘটনা জনগণের মধ্যে দুঃখ ও চরম ক্ষোভের সঞ্চার করেছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) মনে করে, এটি কোনো নিছক দুর্ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সমাজের প্রতিটি স্তরে আইনের শাসন আর জবাবদিহিতার অভাব ও বিচারহীনতার অপসংস্কৃতির কারণে এ ধরনের বেপরোয়া আচরণ করার সাহস পাচ্ছে সংশ্লিষ্টরা। অল্প সময়ের ব্যবধানে সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, এলিফ্যান্ট রোডে ভবনে বিস্ফোরণ এবং এরপর সিদ্দিকবাজারের কুইন স্যানিটারি মার্কেটের বিস্ফোরণের ঘটনা একের পর এক ঘটেই চলেছে। প্রতিটি ঘটনায় শ্রমিক, কর্মচারীসহ সাধারণ মানুষ হতাহতের শিকার হয়েছেন।

এমএসএফ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন সব ধরনের উদ্যোগ গ্রহণ করে সে বিষয়ে সরকারের সুদৃঢ় পদক্ষেপ গ্রহণসহ দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানিয়েছে। পাশাপাশি নিহতদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’