হোম > সারা দেশ > ঢাকা

ডেমরা আবাসিক এলাকা থেকে কারখানা স্থানান্তরের দাবি

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি 

আবাসিক এলাকা থেকে কারখানা ও ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ডেমরার আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা কারখানা ও ভাগাড় স্থানান্তরের দাবি জানিয়েছে এলাকাবাসী। ‘কোনাপাড়া মাতুয়াইল পরিবেশ বাঁচাও আন্দোলন’ সংগঠনের উদ্যোগে আজ শনিবার বেলা ১১টার দিকে ডেমরা, কোনাপাড়া, মাতুয়াইল ও যাত্রাবাড়ী এলাকার সড়কের দুপাশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. ওবায়দুল্লাহ খান হিমু। এ সময় বক্তব্য দেন মো. বোরহানউদ্দিন, নাসির আহমেদ, মাসুম বিল্লাহ, সাংবাদিক এম এ নোমান, মাওলানা মামুন, সালামত উল্লাহ, সিদ্দিকুর রহমান।

মানববন্ধনে শাহরিয়ার স্টিল মিল, জহির স্টিল মিল এবং মাতুয়াইলের ময়লার ডিপোসহ আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা সব কলকারখানা অবিলম্বে অন্য স্থানে সরিয়ে নেওয়ার দাবি জানান বক্তারা।

আবাসিক এলাকা থেকে কারখানা ও ভাগাড় স্থানান্তরের দাবি। ছবি: আজকের পত্রিকা

মানববন্ধনে বক্তারা বলেন, স্টিল মিল থেকে নির্গত কালো ধোঁয়ার সঙ্গে সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড ও সিসার মতো ক্ষতিকর উপাদান বাতাসে মিশে পরিবেশ দূষণ করছে। শ্বাস গ্রহণের সময় দূষিত বাতাস মানবদেহে প্রবেশ করছে। দ্রুত সময়ের মধ্যে এসব কারখানা অন্যত্র সরিয়ে না নিলে বড় ধরনের আন্দোলন ডাকা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী জিসান আহমেদ বলেন, ‘প্রতিদিন ক্লাসে ঢুকতেই চোখে পানি চলে আসে, নিশ্বাস নিতে কষ্ট হয়। ধোঁয়ার তীব্রতা এমন পর্যায়ে পৌঁছেছে যে শ্রেণিকক্ষে টিকে থাকা যায় না।’

আবদুল মান্নান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. রোমান বলেন, ‘প্রতিনিয়ত বিষাক্ত ধোঁয়ার জন্য আমরা মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। ইতিমধ্যে অনেকে শ্বাসকষ্ট, চোখের জ্বালা ও মাথাব্যথার মতো উপসর্গে ভুগছেন। কয়েকজনকে চিকিৎসাও নিতে হয়েছে।’

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার