হোম > সারা দেশ > ঢাকা

গয়েশ্বরকে কেরানীগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: কামরুল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, জিয়াউর রহমান শুধু বঙ্গবন্ধুকে নয়, হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে। জিয়াউর রহমানের দেখানো নোংরা পথে খালেদা জিয়া ও তারেক রহমান চলছে। দীর্ঘ ২৩ বছর বঙ্গবন্ধু যে অপশক্তির বিরুদ্ধে লড়েছে, সেই একই অপশক্তির বিরুদ্ধে বর্তমান প্রধানমন্ত্রী এখন লড়ছেন। 

আজ রোববার কেরানীগঞ্জ মডেল থানা মহিলা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

কামরুল ইসলাম বলেন, আমাদের প্রিয় নেত্রী যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখনই অপশক্তিগুলো ষড়যন্ত্র করছে। ৭১ এ যারা আমাদের মুক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আবারও সেই শক্তি দেশে গণতন্ত্রকে হত্যার জন্য ষড়যন্ত্র করছে। গয়েশ্বর রায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করেছে, তাকে কেরানীগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। বিএনপি যদি আবারও আন্দোলনের নামে অপতৎপরতা চালায় কোন অবস্থাতেই তাদের ছাড় দেব না। 

হামিদা বেগম লতার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। 

উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা এমপি, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, মো. ইয়ামিন, মো. জিলহজ্জ প্রমুখ।

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ