হোম > সারা দেশ > ঢাকা

মেজর ডালিমের বাবার প্রতিষ্ঠিত স্কুলের নাম পরিবর্তন

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমের বাবা সামসুল হকের নামে প্রতিষ্ঠিত স্কুলের নাম পরিবর্তন করা হয়েছে। ‘মুশুরীখোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়’–এর নাম দাপ্তরিক ভাবে ‘মুশুরীখোলা উচ্চ বিদ্যালয়’ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুন্নাহার। তিনি বলেন, ‘সফটওয়্যার ও দাপ্তরিকভাবে ১৭ নভেম্বর থেকে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে।’ 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে জানা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে প্রস্তাবটি পাঠানো হয়। গত ৯ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের সম্মতি সাপেক্ষে নামকরণের নির্দেশনা দেওয়া হয়। 

সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুন্নাহার আজকের পত্রিকাকে বলেন, ‘এর আগে স্থানীয় ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগের নেতা কর্মীসহ উপজেলা চেয়ারম্যানের দাবির পরিপ্রেক্ষিতে বিদ্যালয় ম্যানেজিং কমিটি নাম পরিবর্তনের উদ্যোগ নেয়। গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সব মিলিয়ে সবার প্রচেষ্টায় এ নাম পরিবর্তনের উদ্যোগ সফল হয়েছে। আগামী রোববার থেকে বিদ্যালয়ের মূল ফটক থেকে নাম সরিয়ে ফেলার কাজ শুরু হবে। এরই মধ্যে সব কাগজপত্রে নতুন নাম ব্যবহার শুরু হয়েছে।’ 

উল্লেখ্য, ১৯৬৮ সালে সাভারের ভাকুর্তায় মুশুরীখোলা সামসুল হক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এই বিদ্যালয়ের জমিদাতা ছিলেন স্থানীয় ইমান আলী। পরে ইমান আলীর ভগ্নীপতি সামসুল হকের সহায়তায় স্কুলটি প্রতিষ্ঠিত হয়। স্কুলটির নাম হয় ‘মুশুরীখোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়’। বঙ্গবন্ধুর স্বঘোষিত খুনি মেজর ডালিম সামসুল হকের ছেলে।

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর