হোম > সারা দেশ > ঢাকা

গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের ওপর বাহিনীর চাপ, এমএসএফের ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের কাছ থেকে জোর করে স্বাক্ষর নিতে চাপ সৃষ্টি ও হয়রানি করার মতো ঘটনার অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে এমন খবর প্রকাশ পেয়েছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সরকারের এ ধরনের বেআইনি, নিষ্ঠুর ও অমানবিক তৎপরতা বন্ধের ত্বরিত পদক্ষেপ গ্রহণের দাবি জানান সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল।

এমএসএফ মনে করে, সরকারি বিভিন্ন সংস্থা গুমের শিকার হওয়া ভীতসন্ত্রস্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের বাড়িতে গিয়ে কিংবা তাদের থানায় নিয়ে এসে সাদা কাগজে জোর করে স্বাক্ষর নেওয়াসহ বিভিন্নভাবে যে হয়রানিমূলক তৎপরতা চালাচ্ছে তা অন্যায়, ক্ষমতার অপব্যবহার এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। গুমের শিকার পরিবারগুলোর ন্যায়বিচার না পাওয়ার ক্রমবর্ধমান অবক্ষয়ের যে চিত্র প্রতিদিন উঠে আসছে, তা অত্যন্ত উদ্বেগজনক এবং গুমের শিকার পরিবারগুলোর প্রতি তা চরম নিষ্ঠুরতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অগ্রহণযোগ্য ও বেআইনি অপতৎপরতা বন্ধসহ বিগত দিনে নিখোঁজ হওয়া ব্যক্তিদের খুঁজে বের করে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছে এমএসএফ।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা