হোম > সারা দেশ > ঢাকা

মতিঝিল আইডিয়ালের গভর্নিং বডির সদস্যের বিরুদ্ধে ছাত্রী নিপীড়নের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির এক সদস্যের বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের এক ছাত্রীকে নিপীড়নের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে গতকাল বুধবার ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

এই অভিযোগসংশ্লিষ্ট কেন্দ্রীয় আলোচনার বিষয়বস্তু সম্প্রতি ফাঁস হওয়া এক ভিডিও। সেখানে এক কিশোরীর সঙ্গে ক্যামেরায় অদৃশ্য বয়স্ক এক পুরুষকণ্ঠ যেভাবে কথা বলছিলেন এবং যে আচরণ করছিলেন, তা স্পষ্টতই হয়রানিমূলক। গভর্নিং বডির একাধিক সদস্যের দাবি, ওই কিশোরী তাদের প্রতিষ্ঠানের ছাত্রী এবং ক্যামেরায় অদৃশ্য বয়স্ক পুরুষকণ্ঠ গভর্নিং বডিরই একজন সদস্য।

সংশ্লিষ্ট কিশোরী বা তাঁর অভিভাবক শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের কাছে বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো অভিযোগ করেছেন বলে এখনও জানা যায়নি। তবে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি বুধবার বিকালের বৈঠকে ঘটনাটি নিয়ে আলোচনা করে।

এই বিষয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব ফাওজিয়া রাশেদী আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগমের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য এক মাস সময় দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেবে পরিচালনা পর্ষদ।’

আর গভর্নিং বডির সভাপতি ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান বলেন, বিষয়টি তদন্ত হবে এবং এ ক্ষেত্রে সব ধরনের আইনগত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গভর্নিং বডির তদন্তাধীন সদস্য অভিযোগটি অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেছেন, ‘এ ধরনের কোনো ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির