হোম > সারা দেশ > ঢাকা

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৮টি ইউনিট

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীর মহাখালীর সাততলা টেমুর মোড় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করছে। আজ সোমবার (৭ জুন) ভোররাত ৪টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাততলা টেমুর মোড় বস্তিতে আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট পরে আরও কয়েকটি ইউনিট যোগ হয়ে কাজ শুরু করে। এখন মোট ১৮টি ইউনিট কাজ করছে। তবে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে আসতে বেগ পেতে হচ্ছে। এখনো নিয়ন্ত্রণের কাজ চলছে।

এদিকে ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি বস্তির বাসিন্দারাও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন। বাতাসে ধোঁয়া উড়ে আসায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।

জানা গেছে, এ বস্তিতে প্রায় দুই হাজার ঘর রয়েছে এবং প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। ইতিমধ্যে অন্তত ৩০০-৩৫০টি ঘর আগুনে পুড়ে গেছে। তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিস। এমনকি আগুনের সূত্রপাত সম্পর্কেও কিছু জানাননি।

ফায়ার সার্ভিস বলছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা