হোম > সারা দেশ > ঢাকা

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৮টি ইউনিট

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীর মহাখালীর সাততলা টেমুর মোড় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করছে। আজ সোমবার (৭ জুন) ভোররাত ৪টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাততলা টেমুর মোড় বস্তিতে আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট পরে আরও কয়েকটি ইউনিট যোগ হয়ে কাজ শুরু করে। এখন মোট ১৮টি ইউনিট কাজ করছে। তবে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে আসতে বেগ পেতে হচ্ছে। এখনো নিয়ন্ত্রণের কাজ চলছে।

এদিকে ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি বস্তির বাসিন্দারাও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন। বাতাসে ধোঁয়া উড়ে আসায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।

জানা গেছে, এ বস্তিতে প্রায় দুই হাজার ঘর রয়েছে এবং প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। ইতিমধ্যে অন্তত ৩০০-৩৫০টি ঘর আগুনে পুড়ে গেছে। তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিস। এমনকি আগুনের সূত্রপাত সম্পর্কেও কিছু জানাননি।

ফায়ার সার্ভিস বলছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল