হোম > সারা দেশ > ঢাকা

মশা মারতে সোমবার থেকে বিটিআই প্রয়োগ, এই জৈব কীটনাশক আসলে কী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মশার লার্ভা ধ্বংস করতে আগামী সোমবার (৭ আগস্ট) থেকে জৈব কীটনাশক প্রয়োগ শুরু করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামীকাল রোববার নতুন এই কীটনাশক প্রয়োগের কথা থাকলেও পরিবর্তন করে পর দিন করার কথা জানিয়েছে ডিএনসিসির জনসংযোগ বিভাগ। 

ডিএনসিসির তথ্য অনুসারে, যে জৈব কীটনাশক প্রয়োগ করা হবে সেটির নাম বিটিআই কীটনাশক। এর পুরো নাম বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস। ব্যাসিলাস থুরিনজেনসিস সেরোটাইপ ইসরাইলেন্সিস (বিটিআই) হলো এক ধরনের ব্যাকটেরিয়া। মশা ও মাছির মতো পতঙ্গের লার্ভার জৈব নিয়ন্ত্রণে এটি ব্যবহার করা হয়। বিটিআই মূলত বিষাক্ত পদার্থ তৈরি করে যা বিভিন্ন প্রজাতির মশা, ছত্রাক এবং মাছির লার্ভা মেরে ফেলতে পারে। তবে অন্যান্য জীবের ওপর প্রায় কোনো প্রভাব নেই।

২৫ গ্রামের এক প্যাকেট বিটিআই ১০ লিটার পানিতে ২৫ থেকে ৫০ বর্গমিটার এলাকায় ছিটাতে হয়। প্রাথমিকভাবে ঢাকার সড়কের পাশের নালায় এই ওষুধ ছিটানো হবে বলে জানিয়েছে ডিএনসিসি।

এ ব্যাপারে জানতে চাইলে কীটতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ডিএনসিসি মেয়রের উপদেষ্টা ড. কবিরুল বাশার বলেন, ‘কোনো স্থানে যখন বিটিআই প্রয়োগ করা হয়, তখন মশার লার্ভা সেটিকে খাবার হিসেবে গ্রহণ করে। এটি থেকে নির্গত বিষক্রিয়ায় মশার খাদ্যনালীর কোষগুলো ফুলে ফেটে যায়। যার কারণে লার্ভার অন্ত্রের প্রাচীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মারা যায়।’ 

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সিঙ্গাপুর থেকে মশার লার্ভা ধ্বংসকারী জৈব কীটনাশক বিটিআই আনতে পেরেছি। ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের সঙ্গে সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ টিমের কনফারেন্স হবে। আমাদের কর্মকর্তারা বিশেষজ্ঞ টিমের কাছ থেকে জানবে বিটিআই কীটনাশকটি কীভাবে মিক্সিং হবে, কীভাবে ও কোথায় ব্যবহার হবে। তারপর ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় কীটনাশক বিটিআই প্রয়োগ করা হবে।’ 

গত মঙ্গলবার সিঙ্গাপুর থেকে পাঁচ টন বিটিআই এসে পৌঁছে ডিএনসিসিতে। সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল কোম্পানি লিমিটেডের কাছ থেকে এটি এনেছে মার্শাল অ্যাগ্রোভেট কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। প্রতি কেজি বিটিআইয়ের দাম পড়েছে ৩ হাজার ৩৮৫ টাকা।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’