হোম > সারা দেশ > ঢাকা

৫ ছিনতাইকারীকে ধরে থানায় হাজির নারী

সাভার (ঢাকা) প্রতিনিধি

যাত্রীদের সহযোগিতায় ছিনতাই চক্রের ৫ নারী সদস্যকে ধরে গাড়িসহ থানায় হাজির হন সাহিদা বেগম নামে এক ভুক্তভোগী নারী। আজ বৃহস্পতিবার সকালে আশুলিয়া থানায় এই ঘটনা ঘটে। আশুলিয়ার জামগড়ায় চলন্ত লেগুনায় ছিনতাইয়ের কবলে পড়েন সাহিদা বেগম।

ছিনতাই চক্রের সদস্যরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার মোসা. লাল চাঁন (২০), তাসলিমা আক্তার (৪৫), নাসিমা আক্তার (২৪), জরিনা আক্তার (৩৫) ও হবিগঞ্জের মাদবপুর থানার সেবিনা আক্তার (৩৫)। বর্তমানে তাঁরা গাবতলী এলাকার বস্তিতে বসবাস করেন। 

ভুক্তভোগী নারী সাহিদা জানান, তিনি আশুলিয়ার গুমাইল এলাকায় বসবাস করেন। সকালে আশুলিয়ার নরসিংহপুর থেকে বাইপাইলের উদ্দেশে লেগুনায় ওঠেন। পরের স্ট্যান্ড থেকে অভিযুক্ত ৫ নারী লেগুনায় ওঠেন। জামগড়ায় পৌঁছালে তাঁরা সাহিদা বেগমকে ঘিরে ধরে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করলে অন্য যাত্রীদের সহযোগিতায় তাদের আটক করে। পরে লেগুনাটি নিয়ে সরাসরি আশুলিয়া থানায় চলে আসেন তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, আসামিদের বিরুদ্ধে ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তাঁদের দুপুরে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। তাঁরা মূলত ছিনতাইকারী চক্রের সদস্য। কখনো যাত্রী বেশে বা পথচারীর বেশে কৌশলে মালামাল হাতিয়ে নেন তাঁরা।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট