হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে ভোক্তা অধিকার কর্মকর্তাকে মারধরের অভিযোগে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬

রাজবাড়ী প্রতিনিধি

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন কর্মকর্তাকে মারধরের অভিযোগে পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। ছবি: আজকের পত্রিকা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন কর্মকর্তাকে মারধরের অভিযোগে পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় রাজবাড়ী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান। ঘটনার পর রাতেই রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, নারায়ণপুর এলাকার রিয়াজুদ্দিন আহম্মদের ছেলে মো. রুহুল আমিন, শেখপাড়ার বদরউদ্দিন বিশ্বাসের ছেলে মো. বাচ্চু বিশ্বাস, রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার রওশন আলী শিকদারের ছেলে মামুন শিকদার, মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. ফরিদ হোসেন এবং রেজাউল করিম পিন্টুর ছেলে মো. শিশির করিম।

ওসি মাহমুদুর রহমান জানান, পাংশা উপজেলার দুটি পক্ষকে নিয়ে গণশুনানি করছিলেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এ সময় এক পক্ষের একজন উত্তেজিত হয়ে তাঁকে মারধর করে। পরে পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে আটক করে।

তিনি আরও বলেন, সরকারি কাজে বাধা ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে রাজবাড়ী থানায় একটি মামলা হয়েছে।

এ বিষয়ে সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল