হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়ায় ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ৬ বছরের এক ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ। গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের ঘটনা নিশ্চিত করেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস। 

শিশুটিকে সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে গতকাল রোববার রাতে সাটুরিয়া থানায় একটি মামলা করেন। গ্রেপ্তারকৃত যুবক ধানকোড়া এলাকায় ঘোড়ার গাড়ি চালাতেন। তার বাড়ি উপজেলার ফুকুরহাটী ইউনিয়নে। 

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে ওই যুবক তার ঘোড়াকে খাওয়ানোর জন্য ভুট্টার পাতা সংগ্রহ করতে পাশের ভুট্টা খেতে যাওয়ার সময় ওই শিশুটিকে খেলা করতে দেখে। তখন প্রলোভন দেখিয়ে ওই শিশুটিকে ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির রক্তক্ষরণ হলে পরিবারের লোকজন ও স্থানীয়রা বিষয়টি জানতে পারে এবং ওই যুবককে ধরে পুলিশকে খবর দেয়। ভুক্তভোগী শিশুটিকে সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটি সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে শিশুর বাবা বাদী হয়ে রোববার রাতে সাটুরিয়া থানায় একটি মামলা করেছেন।

মাদারীপুরের ৩টি আসন: বিভক্ত বিএনপি, এগিয়ে জামায়াত

মিরপুরে খাঁচা থেকে বেরিয়ে এল সিংহী, আর চিড়িয়াখানা থেকে দর্শনার্থীরা

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার