হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়ায় ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ৬ বছরের এক ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ। গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের ঘটনা নিশ্চিত করেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস। 

শিশুটিকে সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে গতকাল রোববার রাতে সাটুরিয়া থানায় একটি মামলা করেন। গ্রেপ্তারকৃত যুবক ধানকোড়া এলাকায় ঘোড়ার গাড়ি চালাতেন। তার বাড়ি উপজেলার ফুকুরহাটী ইউনিয়নে। 

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে ওই যুবক তার ঘোড়াকে খাওয়ানোর জন্য ভুট্টার পাতা সংগ্রহ করতে পাশের ভুট্টা খেতে যাওয়ার সময় ওই শিশুটিকে খেলা করতে দেখে। তখন প্রলোভন দেখিয়ে ওই শিশুটিকে ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির রক্তক্ষরণ হলে পরিবারের লোকজন ও স্থানীয়রা বিষয়টি জানতে পারে এবং ওই যুবককে ধরে পুলিশকে খবর দেয়। ভুক্তভোগী শিশুটিকে সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটি সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে শিশুর বাবা বাদী হয়ে রোববার রাতে সাটুরিয়া থানায় একটি মামলা করেছেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট