হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা 

গাজীপুর প্রতিনিধি

নিরাপত্তাজনিত কারণে গাজীপুর নগরীর ১২টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে কোনাবাড়ি এলাকার নয়টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ শুক্রবার সকালে কারখানাগুলোর সামনে বন্ধের নোটিশও টানিয়ে দেওয়া হয়। 

মজুরি বোর্ড শ্রমিকদের বেতন বাড়ানোর ঘোষণার পরও গত বুধবার গতকাল বৃহস্পতিবার গাজীপুর মহানগরীর কয়েকটি এলাকায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। শ্রমিকদের হামলা ভাঙচুরের মধ্য দিয়ে উত্তপ্ত ছিল নগরীর কয়েকটি এলাকা। 

এ সময় কোনাবাড়ি এলাকায় স্বনামধন্য তৈরি পোশাক শিল্প গ্রুপ তুসুকা নামের একটি পোশাক তৈরি কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। কারখানার পাশে দাঁড় করিয়ে রাখা পুলিশের তিনটি গাড়িও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরীর বিভিন্ন এলাকায় কারখানা ছুটি ঘোষণা করা হয়। 

গতকাল বৃহস্পতিবার হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুসুকা কারখানা। সেই কারখানাসহ মোট নয়টি কারখানার সামনে সাঁটানো হয়েছে কারখানা বন্ধের নোটিশ। 

ওই কারখানার মহাব্যবস্থাপক মাসুম হোসেন জানান, কারখানার অভ্যন্তরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও চলমান আন্দোলনের কারণে বাধ্য হয়ে কারখানা বন্ধ ঘোষণা করতে হয়েছে। পরবর্তীতে কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে শ্রমিকদের জানিয়ে দেওয়া হবে। 

গাজীপুর-২ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ সাংবাদিকদের জানান, গাজীপুরের কোনোবাড়ি এলাকায় নয়টিসহ আশপাশের এলাকায় কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করার খবর পাওয়া গেছে। 

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরে শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে মজুরি বোর্ডে বেতন ১২ হাজার ৫০০ টাকা ঘোষণা করা হলে সেটি প্রত্যাখ্যান করে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। তবে আজ শুক্রবার কোথাও বিক্ষোভের খবর পাওয়া যায়নি।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু