হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা 

গাজীপুর প্রতিনিধি

নিরাপত্তাজনিত কারণে গাজীপুর নগরীর ১২টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে কোনাবাড়ি এলাকার নয়টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ শুক্রবার সকালে কারখানাগুলোর সামনে বন্ধের নোটিশও টানিয়ে দেওয়া হয়। 

মজুরি বোর্ড শ্রমিকদের বেতন বাড়ানোর ঘোষণার পরও গত বুধবার গতকাল বৃহস্পতিবার গাজীপুর মহানগরীর কয়েকটি এলাকায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। শ্রমিকদের হামলা ভাঙচুরের মধ্য দিয়ে উত্তপ্ত ছিল নগরীর কয়েকটি এলাকা। 

এ সময় কোনাবাড়ি এলাকায় স্বনামধন্য তৈরি পোশাক শিল্প গ্রুপ তুসুকা নামের একটি পোশাক তৈরি কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। কারখানার পাশে দাঁড় করিয়ে রাখা পুলিশের তিনটি গাড়িও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরীর বিভিন্ন এলাকায় কারখানা ছুটি ঘোষণা করা হয়। 

গতকাল বৃহস্পতিবার হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুসুকা কারখানা। সেই কারখানাসহ মোট নয়টি কারখানার সামনে সাঁটানো হয়েছে কারখানা বন্ধের নোটিশ। 

ওই কারখানার মহাব্যবস্থাপক মাসুম হোসেন জানান, কারখানার অভ্যন্তরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও চলমান আন্দোলনের কারণে বাধ্য হয়ে কারখানা বন্ধ ঘোষণা করতে হয়েছে। পরবর্তীতে কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে শ্রমিকদের জানিয়ে দেওয়া হবে। 

গাজীপুর-২ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ সাংবাদিকদের জানান, গাজীপুরের কোনোবাড়ি এলাকায় নয়টিসহ আশপাশের এলাকায় কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করার খবর পাওয়া গেছে। 

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরে শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে মজুরি বোর্ডে বেতন ১২ হাজার ৫০০ টাকা ঘোষণা করা হলে সেটি প্রত্যাখ্যান করে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। তবে আজ শুক্রবার কোথাও বিক্ষোভের খবর পাওয়া যায়নি।

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে