হোম > সারা দেশ > টাঙ্গাইল

‘ছুটি শেষ, অফিসে না গেলে চাকরি থাকবে না’

প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল): ঈদের ছুটি শেষে ছোট যানবাহনে গাদাগাদি করে কর্মস্থলে ফিরছে মানুষ। আজ বুধবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক এবং উপজেলার বিভিন্ন বাস টার্মিনালে ঢাকাগামী যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে। প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে কর্মস্থলে ফিরছেন তাঁরা।

আজ দুপুরে ভূঞাপুর বাসটার্মিনালে গিয়ে দেখা যায়, যাত্রীদের উপচে পড়া ভিড়। অধিকাংশই গার্মেন্টস কর্মী ছুটি শেষে কাজে যোগ দিতে ঢাকা যাচ্ছেন। যানবাহন না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তাঁরা। বাস, সিএনজি অটোরিকশা ও ট্রাকযোগে যেতে চাইলেও গুনতে হচ্ছে দ্বিগুণেরও বেশি ভাড়া। ট্রাকে চন্দ্রা পর্যন্ত যেতে জনপ্রতি ১৫০ বাসে ৩০০ ও সিএনজিতে ৪০০ টাকা ভাড়া গুনতে হচ্ছে। যেখানে চন্দ্রা পর্যন্ত নির্ধারিত বাসভাড়া ১২০ টাকা বলে জানান চালকরা।

একাধিক যাত্রীর সাথে কথা বললে তাঁরা জানান, ছুটি শেষ। অফিসে যেতে হবে। না হলে চাকরি থাকবে না। ভাড়া বেশি, কষ্ট হলেও যে কোনো উপায়ে যেতে হচ্ছে। কিছুই করার নেই।

এদিকে চালকরা জানান, যাত্রী নিয়ে গেলেও ফেরার সময় খালি ফিরতে হয়। স্টাফদের বেতন ও তেল খরচ তো তুলতে হবে, তাই ভাড়া কিছুটা বেশি নেওয়া হচ্ছে।

বেশি ভাড়া আদায়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ভূঞাপুর থানা ওসি মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, পুলিশ বাসস্ট্যান্ড এলাকায় টহল দিচ্ছে। এ রকম কিছু হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট