হোম > সারা দেশ > নরসিংদী

রাজধানীতে বাবার বিরুদ্ধে ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুর পল্লবীতে বাবার বিরুদ্ধে ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শিশুর নাম মো. জুবায়ের (৮)। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে পল্লবী থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে বাবার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। 

শিশুটিকে পিটিয়ে হত্যার অভিযোগে বাবা মো. সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি নরসিংদী সদর উপজেলায়। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান এসব তথ্য জানান। 

মোখলেসুর রহমান বলেন, শিশু জুবায়ের বাবা সেলিম মিয়ার সঙ্গে মিরপুর ১১ নম্বর সেকশন পলাশ নগর এলাকায় থাকত। বেশ কিছুদিন আগে জুবায়েরের মা জুবেদা বেগমের সঙ্গে সেলিমের তালাক হয়। এরপর থেকে জুবায়ের বাবার সঙ্গেই থাকত। বুধবার রাতে কোনো কারণে উত্তেজিত হয়ে সেলিম তার ৮ বছরের শিশুকে মারধর করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে প্রতিবেশীদের চাপের মুখে শিশুটিকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু জুবায়ের। 

মোখলেসুর রহমান আরও বলেন, শিশুর শরীরের বিভিন্ন জায়গায় মারধরের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। শিশুটিকে পিটিয়ে হত্যার ঘটনায় শিশুটির বাবা মো. সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির