হোম > সারা দেশ > নরসিংদী

রাজধানীতে বাবার বিরুদ্ধে ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুর পল্লবীতে বাবার বিরুদ্ধে ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শিশুর নাম মো. জুবায়ের (৮)। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে পল্লবী থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে বাবার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। 

শিশুটিকে পিটিয়ে হত্যার অভিযোগে বাবা মো. সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি নরসিংদী সদর উপজেলায়। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান এসব তথ্য জানান। 

মোখলেসুর রহমান বলেন, শিশু জুবায়ের বাবা সেলিম মিয়ার সঙ্গে মিরপুর ১১ নম্বর সেকশন পলাশ নগর এলাকায় থাকত। বেশ কিছুদিন আগে জুবায়েরের মা জুবেদা বেগমের সঙ্গে সেলিমের তালাক হয়। এরপর থেকে জুবায়ের বাবার সঙ্গেই থাকত। বুধবার রাতে কোনো কারণে উত্তেজিত হয়ে সেলিম তার ৮ বছরের শিশুকে মারধর করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে প্রতিবেশীদের চাপের মুখে শিশুটিকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু জুবায়ের। 

মোখলেসুর রহমান আরও বলেন, শিশুর শরীরের বিভিন্ন জায়গায় মারধরের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। শিশুটিকে পিটিয়ে হত্যার ঘটনায় শিশুটির বাবা মো. সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার