হোম > সারা দেশ > ঢাকা

ভূমিকম্প আতঙ্কে ঢাবির হল থেকে শিক্ষার্থীর লাফ, হাসপাতালে ভর্তি

ঢাবি প্রতিনিধি

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ৫ দশমিক ৬ রিখটার স্কেলে ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলের দোতলা থেকে লাফ দিয়ে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মিনহাজ। মিনহাজ হলের ২৩৩ নম্বর কক্ষ থাকতেন। চিকিৎসার জন্য মিনহাজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মাস্টারদা সূর্যসেন হলের প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. আব্দুল মোতালেব। তিনি জানান, ভূমিকম্পের আতঙ্কে তিনি লাফ দিয়েছেন। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তাঁর পায়ে প্লাস্টার করা হয়েছে ৷ কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে, এতে হাড় জোড়া না লাগলে সার্জারি করা লাগতে পারে।

অন্যদিকে তাড়াহুড়া করে শিক্ষার্থীরা পাঠকক্ষ থেকে বেরোতে গিয়ে দরজা ভেঙে গেছে। ভাঙা কাচে কয়েকজন ছাত্র হালকা জখম এবং বিভিন্ন কক্ষ থেকে নামতে গিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সার্বিক বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া বলেন, আহত শিক্ষার্থীকে ঢামেক হাসপাতালের অর্থোপেডিকস বিভাগে ভর্তি করা হয়েছে। বেশ কিছু শিক্ষার্থী ছোটখাটো আঘাত পেয়েছেন, তারাও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট