হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নাসিকের বর্ধিত কর বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বর্ধিত পৌর কর বাতিলের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। 

আজ রোববার সকালে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকার সামনে এ মানববন্ধন করা হয়। এ সময় আটি, ভূমিপল্লী, হাউজিং এলাকাসহ আশপাশের এলাকার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, এই অস্বাভাবিক কর বাতিল করে আমাদের আগের কর বহাল রাখা হোক। এই সিটি করপোরেশন থেকে নাগরিক সব সুযোগ-সুবিধা পাওয়া যায় না। বাংলাদেশের কোনো সিটি করপোরেশনেই এভাবে কর বৃদ্ধি করা হয় না। কিন্তু আমাদের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে, যা অনেকটা জুলুমের মতো। আমরা এই জুলুম সহ্য করতে না পেরে আজ বাধ্য হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছি। 

আমাদের এখানে পয়োনিষ্কাশন ব্যবস্থা ভালো নয়, রাস্তায় নিয়মিত ঝাড়ু দেওয়া হয় না, সড়কবাতি জ্বলে না, মহামারি ডেঙ্গুর প্রকোপ চলা অবস্থায়ও সিটি করপোরেশনকে কোনো মশার ওষুধ দেখা দিতে যায় না। তাই আমাদের সব নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে বর্ধিত কর বাতিলের দাবি জানাচ্ছি।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন