হোম > সারা দেশ > ঢাকা

অতিরিক্ত পুলিশ সুপার শাহেন শাহ ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা একটি হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শাহেন শাহকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা রিমান্ডের এই নির্দেশ দেন।

বৈষম্যবিরোধী আন্দোলনকালে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রুপ হত্যা মামলার রিমান্ড আবেদন শুনানির জন্য সকালে শাহেন শাহকে আদালতে হাজির করা হয়। দুপুরের পর শুনানি শেষে আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৭ অক্টোবর এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়। ওই দিনই সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও বিভাগের ডিবি পরিদর্শক রুবেল মল্লিক। আজ রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করে তাঁকে সেদিন কারাগারে পাঠানো হয়।

১৬ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তাঁকে কর্মস্থল থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

গত ৪ আগস্ট বেলা ৩টার দিকে রাজধানীর কারওয়ানবাজার মেট্রোরেল স্টেশনের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রমিজ (২৪)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর নিহতের বাবা এ কে এম রকিবুল আহমেদ বাদী হয়ে তেজগাঁও থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২২ জনের বিরুদ্ধে মামলা করেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট