হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলায় ব্লগার নাফিজ ৩ দিনের রিমান্ডে

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

রাজধানীর পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার নাফিজ ফুয়াদ ইশান নামে এক ব্লগারকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

তবে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এটা শুনে তিনি আদালতে বিস্ময় প্রকাশ করেন। তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। রিমান্ড শুনানের সময় তিনি বলেন, ‘আমি জানি আমাকে সাইবার অপরাধে আটক করা হয়েছে। এখন দেখি হত্যা মামলা। আমি কবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম? এ মামলা কোথা থেকে এলো? আমি তো হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানিনা।’

নাফিজ ফুয়াদ ইশানকে আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড আবেদন করেন পল্টন মডেল থানার পুলিশের এসআই তন্ময় কুমার বিশ্বাস। শুনানি শেষে আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী শুনানিতে বলেন, পুলিশ হত্যা, মেট্রোরেলসহ বিভিন্ন বিষয় নিয়ে এ আসামি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। তা নিয়ে তার বিরুদ্ধে আলাদা মামলা হয়েছে।

আগের দিন রাতে তাকে রাজধানী থেকে আটক করে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। এই মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে অনেক বিএনপির নেতা কর্মী আহত হন। যুবদল নেতা শামীম মারা যান।

এ ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট