হোম > সারা দেশ > ঢাকা

আদালতের নির্দেশনা অমান্য করে সালাউদ্দিনকে গ্রেপ্তার, দাবি আইনজীবীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিনা অনুমতিতে সমাবেশ, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার কিংবা হয়রানি করা যাবে না বলে উচ্চ আদালত মৌখিক নির্দেশনা দিয়েছে বলে দাবি করেছেন তার আইনজীবীরা।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে যাত্রা বাড়ি থেকে সালাউদ্দিনকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তারের পর সাংবাদিকদের আইনজীবীরা একথা বলেন।  
 
বিএনপি নেতা সালাউদ্দিনকে গ্রেপ্তার কিংবা হয়রানি না করতে মৌখিক নির্দেশনার বিষয়টি ডিএমপি কমিশনারকে আজ সন্ধ্যায় অবহিত করতে আসেন তার আইনজীবীরা।

প্রায় এক ঘন্টা অবস্থান শেষে রাত ৮টার দিকে ডিএমপি সদর দপ্তর ত্যাগ করেন সুপ্রিম কোর্টে সালাউদ্দিনের আইনজীবীরা। এ সময় সুপ্রিম কোর্টে সালাউদ্দিনের আইনজীবী মো. জহিরুল ইসলাম সুমন সাংবাদিকদের বলেন, ঢাকা-৫ আসনে বিএনপির নির্বাচিত সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। 

তার বিরুদ্ধে যে চারটি মামলা ছিল সেই মামলায় সিনিয়র আইনজীবী মোহাম্মদ আলী ও কায়সার কামাল নেতৃত্বে আইনজীবীরা উচ্চ আদালতে তার জামিন আবেদন করেন। এ সময় আসামিরা উপস্থিত আছেন কিনা সনাক্ত করেন আদালত। পরে এ বিষয়ে আদেশের দিন রোববার (৬ আগস্ট) ধার্য করা হয়। 

আইনজীবী সুমন আরও বলেন, এই সময়ে আদালত মৌখিকভাবে নির্দেশনা দেন কোর্টে ‘আইনজীবী সার্টিফিকেট’ জমা দিতে। যাতে আসামিদের গ্রেপ্তার কিংবা হয়রানি না করা হয় সেই নির্দেশনা জমা দিতে বলা হয়। কিন্তু আইনজীবী সার্টিফিকেট দেখানোর পরেও তাকে ডিবি কার্যালয়ে আনা হয়।

ডিএমপি কমিশনারের কার্যালয়ে আসার বিষয় তিনি বলেন, আমরা ‘আইনজীবী সার্টিফিকেট’ দেখানো জন্য কমিশনারের সঙ্গে দেখা করতে এসেছি। পাশাপাশি আদালতের মৌখিক নির্দেশনার বিষয়টি জানানো হয়েছে। আমাদের আবেদন ডিএমপি কমিশনার কার্যালয়ে রিসিভ করা হয় এবং আমাদের এক ঘন্টা বসিয়ে রেখে কোনো সিদ্ধান্ত দেওয়া হয় নি। তবে ডিএমপি আমাদের একটি রিসিভ কপি দিয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন