হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে টেন্ডার জমা নিয়ে হাতাহাতি, সাংবাদিককে জখম

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে টেন্ডার জমা নিয়ে হাতাহাতি। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীতে বালু মহালের টেন্ডার জমা দেওয়া নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে মারধরের শিকার হয়েছেন এক সাংবাদিক। আজ সোমবার রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত ইমরান হোসেন মনিম মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

ইমরান হোসেন মনিম বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে কালুখালী উপজেলার পাতুরিয়া বালুমহালের টেন্ডার জমা ছিল। সেখানে টেন্ডার জমা নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। এ সময় তিনি ভিডিও করতে গেলে ২০ থেকে ২৫ জনের একটি দল পিটিয়ে ও কুপিয়ে তাঁকে গুরুতর আহত করে।

তিনি আরও বলেন, ‘ঘটনার সময় পুলিশ উপস্থিত ছিল। তাদের সামনে আমাকে মারধর করে জখম করল, কিন্তু পুলিশ এগিয়ে না এসে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে অন্য সংবাদকর্মীরা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।’

এ বিষয়ে কথা বলতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি কল রিসিভ না করে কেটে দেন।

পরে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিবের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘জেলা প্রশাসকের কার্যালয়ে কালুখালী উপজেলার পাতুরিয়া বালুমহালের টেন্ডার জমা উপলক্ষে পুলিশ মোতায়েন ছিল। যেহেতু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। লিখিত পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট