হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নতুন পিপি এহসানুল হক সমাজী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফৌজদারি মামলা পরিচালনাকারী বিশিষ্ট আইনজীবী এহসানুল হক সমাজীকে ঢাকা মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৪৯২ ধারা অনুযায়ী এই নিয়োগ দেয়। 

সেই সঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সলিসিটার সানা মো. মাহরুফ হোসেইন স্বাক্ষরিত এই নিয়োগ আদেশে ঢাকা মহানগর দায়রা আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আবুর নিয়োগ বাতিল করা হয়েছে। 

আইনজীবী এহসানুল হক সমাজী নতুন পিপি হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টি নিজেই আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি নিরপেক্ষভাবে সরকারি আইন কর্মকর্তা হিসেবে কাজ করবেন বলে জানান। তিনি সকলের দোয়া চেয়েছেন ও ঢাকার আদালতের সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার অনুরোধ করেছেন। 

 ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার আমলেও এহসানুল হক সমাজী ঢাকা মহানগর দায়রা আদালতের পিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ওই সময় দুর্নীতি দমন কমিশনের বিশেষ পিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

এহসানুল হক সমাজী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে আইন বিষয়ে (সম্মান) স্নাতক ও ১৯৮৫ সালে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে একই বছরের ৪ নভেম্বর ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন। ১৯৮৮ সালে ৭ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। অ্যাডভোকেট সমাজী বাংলাদেশের বিভিন্ন আদালতে চাঞ্চল্যকর অনেক মামলা পরিচালনা করেছেন।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব