হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে রাইস মিলে বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

নারায়ণগঞ্জ রূপগঞ্জ সিটি গ্রুপের অটো রাইস মিলে বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিকের মধ্যে দুই জন মারা গেছেন। 

আজ রোববার সকাল ৯টার দিকে বেলায়েত হোসেন (৬০) ও গতরাতে হযরত আলী (৫০) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

মৃত্যুর তথ্য নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন জানান, রূপগঞ্জ থেকে আসা দগ্ধ দুই শ্রমিক মারা গেছেন। এর মধ্যে হযরত আলীর শরীরের ৯৯ শতাংশ ও বেলায়েত হোসেনের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। ৬৫ শতাংশ দগ্ধ সিরাজুল ইসলামের (৬০) অবস্থাও আশঙ্কাজনক। 

এর আগে গত শনিবার দুপুর ২টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সিটি রাইস মিলের প্রশাসনিক কর্মকর্তা রবীন্দ্রনাথ জানান, রূপগঞ্জ তারাবো গন্ধবপুরে তাঁদের রাইস মিল। দগ্ধ তিনজনই মিলের শ্রমিক। তাঁরা সেখানে তুষ প্যাকেট করার দায়িত্বে ছিলেন। দুপুরে মিলের ব্রয়লারের ‘হাকস ইয়ার্ড’ ফেটে যায়। চারদিকে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে। 

দগ্ধ হযরত আলীর জামাতা মাহবুব হোসেন জানান, তাঁদের বাড়ি রূপগঞ্জ তারাবো পৌরসভার গন্ধবপুর এলাকায়। তাঁর শ্বশুর দীর্ঘদিন ধরে ওই রাইস মিলে কাজ করেন। তুষ প্যাকেট করার কাজ করতেন। শনিবার তিনিসহ কয়েকজন ব্রয়লারের পাশেই কাজ করছিলেন। তখনই এই ঘটনা ঘটে। 

তিনি আরও বলেন, বেলায়েত এবং সিরাজুল ইসলামও তুষ প্যাকেট করার কাজ করতেন। তাঁদের বাড়িও গন্ধবপুর এলাকায়। দুপুরে সংবাদ পাই মিলে আগুন লেগেছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমার বাবাসহ তিনজনকে দগ্ধ অবস্থায় দেখতে পাই। পরে তাঁদের দ্রুত স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। 

এক প্রত্যক্ষ দর্শীর বরাত দিয়ে মাহবুব জানান, বিস্ফোরণে দুজন শ্রমিক ১০০ গজ দূরে ছিটকে পড়েন। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু