হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে রাইস মিলে বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

নারায়ণগঞ্জ রূপগঞ্জ সিটি গ্রুপের অটো রাইস মিলে বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিকের মধ্যে দুই জন মারা গেছেন। 

আজ রোববার সকাল ৯টার দিকে বেলায়েত হোসেন (৬০) ও গতরাতে হযরত আলী (৫০) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

মৃত্যুর তথ্য নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন জানান, রূপগঞ্জ থেকে আসা দগ্ধ দুই শ্রমিক মারা গেছেন। এর মধ্যে হযরত আলীর শরীরের ৯৯ শতাংশ ও বেলায়েত হোসেনের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। ৬৫ শতাংশ দগ্ধ সিরাজুল ইসলামের (৬০) অবস্থাও আশঙ্কাজনক। 

এর আগে গত শনিবার দুপুর ২টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সিটি রাইস মিলের প্রশাসনিক কর্মকর্তা রবীন্দ্রনাথ জানান, রূপগঞ্জ তারাবো গন্ধবপুরে তাঁদের রাইস মিল। দগ্ধ তিনজনই মিলের শ্রমিক। তাঁরা সেখানে তুষ প্যাকেট করার দায়িত্বে ছিলেন। দুপুরে মিলের ব্রয়লারের ‘হাকস ইয়ার্ড’ ফেটে যায়। চারদিকে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে। 

দগ্ধ হযরত আলীর জামাতা মাহবুব হোসেন জানান, তাঁদের বাড়ি রূপগঞ্জ তারাবো পৌরসভার গন্ধবপুর এলাকায়। তাঁর শ্বশুর দীর্ঘদিন ধরে ওই রাইস মিলে কাজ করেন। তুষ প্যাকেট করার কাজ করতেন। শনিবার তিনিসহ কয়েকজন ব্রয়লারের পাশেই কাজ করছিলেন। তখনই এই ঘটনা ঘটে। 

তিনি আরও বলেন, বেলায়েত এবং সিরাজুল ইসলামও তুষ প্যাকেট করার কাজ করতেন। তাঁদের বাড়িও গন্ধবপুর এলাকায়। দুপুরে সংবাদ পাই মিলে আগুন লেগেছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমার বাবাসহ তিনজনকে দগ্ধ অবস্থায় দেখতে পাই। পরে তাঁদের দ্রুত স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। 

এক প্রত্যক্ষ দর্শীর বরাত দিয়ে মাহবুব জানান, বিস্ফোরণে দুজন শ্রমিক ১০০ গজ দূরে ছিটকে পড়েন। 

৯৯৯-এ ফোন করে স্ত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ ঢাকায় কর্মরত পাকিস্তানি নাগরিকের

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে