হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে রাইস মিলে বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

নারায়ণগঞ্জ রূপগঞ্জ সিটি গ্রুপের অটো রাইস মিলে বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিকের মধ্যে দুই জন মারা গেছেন। 

আজ রোববার সকাল ৯টার দিকে বেলায়েত হোসেন (৬০) ও গতরাতে হযরত আলী (৫০) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

মৃত্যুর তথ্য নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন জানান, রূপগঞ্জ থেকে আসা দগ্ধ দুই শ্রমিক মারা গেছেন। এর মধ্যে হযরত আলীর শরীরের ৯৯ শতাংশ ও বেলায়েত হোসেনের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। ৬৫ শতাংশ দগ্ধ সিরাজুল ইসলামের (৬০) অবস্থাও আশঙ্কাজনক। 

এর আগে গত শনিবার দুপুর ২টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সিটি রাইস মিলের প্রশাসনিক কর্মকর্তা রবীন্দ্রনাথ জানান, রূপগঞ্জ তারাবো গন্ধবপুরে তাঁদের রাইস মিল। দগ্ধ তিনজনই মিলের শ্রমিক। তাঁরা সেখানে তুষ প্যাকেট করার দায়িত্বে ছিলেন। দুপুরে মিলের ব্রয়লারের ‘হাকস ইয়ার্ড’ ফেটে যায়। চারদিকে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে। 

দগ্ধ হযরত আলীর জামাতা মাহবুব হোসেন জানান, তাঁদের বাড়ি রূপগঞ্জ তারাবো পৌরসভার গন্ধবপুর এলাকায়। তাঁর শ্বশুর দীর্ঘদিন ধরে ওই রাইস মিলে কাজ করেন। তুষ প্যাকেট করার কাজ করতেন। শনিবার তিনিসহ কয়েকজন ব্রয়লারের পাশেই কাজ করছিলেন। তখনই এই ঘটনা ঘটে। 

তিনি আরও বলেন, বেলায়েত এবং সিরাজুল ইসলামও তুষ প্যাকেট করার কাজ করতেন। তাঁদের বাড়িও গন্ধবপুর এলাকায়। দুপুরে সংবাদ পাই মিলে আগুন লেগেছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমার বাবাসহ তিনজনকে দগ্ধ অবস্থায় দেখতে পাই। পরে তাঁদের দ্রুত স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। 

এক প্রত্যক্ষ দর্শীর বরাত দিয়ে মাহবুব জানান, বিস্ফোরণে দুজন শ্রমিক ১০০ গজ দূরে ছিটকে পড়েন। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন