হোম > সারা দেশ > ঢাকা

সাভারের বংশী নদী দখল: ইউএনওকে হাইকোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা) 

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৮ জুলাই তাঁকে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে। আদালতের নির্দেশে ঢাকার সাভারের নামাবাজার এলাকায় বংশী নদী ও নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবার তা দখল হয়ে যাওয়ায় এর ব্যাখ্যা দিতে তাঁকে তলব করা হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ইউএনওকে হাইকোর্টে তলব করার বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার বাকির হোসেন মৃধা। তিনি ২০১৯ সালে বংশী নদী ও নদীতীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করে রিট করেছিলেন।

ওই রিটের পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা ও সাভারের উপজেলা প্রশাসন গত বছরের শেষ দিকে বংশী নদী ও নদীতীরের ২৮৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। কিন্তু কয়েক মাসের মধ্যেই পুনরায় নদী ও নদীতীর দখল হয়ে যায়।

উপজেলা প্রশাসনের নাকের ডগায় পুনরায় এই দখলের উৎসব চললেও দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। বরং নদী ও নদীতীরের খাসজমি দখলদারদের বন্দোবস্ত দেওয়ার সুপারিশ করা হয়। এ বিষয়ে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে আইনজীবী জাকির হোসেন মৃধা বিষয়টি আদালতের নজরে আনেন।

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রী

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট